ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষের শুরু গার্ডিওলার!

প্রকাশিত: ১১:৩২, ১৪ ডিসেম্বর ২০১৯

 শেষের শুরু গার্ডিওলার!

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেন-জার্মানি ঘুরে এখন ইংল্যান্ডের কোচ পেপ গার্ডিওলা। বার্সিলোনা-বেয়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটির কোচ হিসেবেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। গত দুই মৌসুমে টানা দুইবার ম্যানসিটিকে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা উপহার দেন এই স্প্যানিশ কোচ। তবে চলতি মৌসুমে সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি তিনি। যে কারণে মৌসুমের অর্ধেক হতে না হতেই লীগ শিরোপার আশা ছেড়ে দিতে হচ্ছে তার দল ম্যানসিটিকে। মৌসুমের প্রথম ১৬ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে লিচেস্টার সিটি। যাদের সঙ্গে সিটিজেনদের পয়েন্ট ব্যবধান ৬। আর ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ব্যবধান এই মুহূর্তেই ১৪। ১৬ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪৬ পয়েন্ট। অর্থাৎ এই মৌসুমে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেনি অলরেডরা। এই সময়ে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছে জার্গেন ক্লপের দল। যে কারণেই এবার লীগ শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। গত মৌসুমেও লিভারপুলের পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। কিন্তু ম্যানসিটির দৌড়ও ছিল অপ্রতিরোধ্য। প্রিমিয়ার লীগের শিরোপা নির্ধারিত হয়েছে মৌসুমের শেষ ম্যাচে। কিন্তু এবার যেভাবে লিভারপুলের জয়রথ ছুটছে তাতে মনে হয় অলরেডদের শিরোপা জেতাটা কেবলই সময়ের ব্যাপার। আর তাতেই কপাল পুড়তে পারে পেপ গার্ডিওলার। কেউ কেউ আবার সিটিজেনদের এই অভিজ্ঞ কোচের ক্যারিয়ারের শেষের শুরুও দেখে ফেলছেন। চলতি চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকার কথা তার। কিন্তু স্প্যানিশ এই কোচ বর্তমান চুক্তি নবায়ন করে আরও কিছুদিন সিটিজেনদের সঙ্গেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি। ইতোমধ্যেই কোচ হিসেবে ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় সিটিতে কাটানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ৪৮ বছর বয়সী গার্ডিওলা। বার্সিলোনায় চার বছর ও বেয়ার্ন মিউনিখের কোচ হিসেবে কাটিয়েছেন তিন বছর। চুক্তি অনুযায়ী ইতিহাদ স্টেডিয়ামে তার মেয়াদ ছয় বছরের হবার কথা। তবে আরও দীর্ঘ সময় এই ক্লাবে থাকার ব্যাপারে আলোচনা করতে তিনি রাজি আছেন বলে ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে গার্র্ডিওলা বলেন, ‘অবশ্যই আমি দীর্ঘ সময় এখানে থাকতে চাই। এই ক্লাবে কাজ করাটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। এটা অবশ্যই ফলাফলের ওপর নির্ভর করে। একটি ক্লাবে যখন পাঁচ বছর কেটে যায় তখন সেখানে ফলাফলটা মুখ্য হয়ে ওঠে।’ চলতি মৌসুমে ইতোমধ্যেই বরখাস্ত হয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ কোচ। যাদের মধ্যে রয়েছেন মাউরিসিও পোচেত্তিনো এবং উনাই এমেরিও। তবে সর্বশেষ বরখাস্তের শিকার হয়েছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান সিরি’এ লীগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে গত মৌসুম শেষ করেছিল নেপোলি। কিন্তু এবার শীর্ষ পাঁচেও নেই ইতালিয়ান জায়ান্টরা। যদিওবা গত সপ্তাহে জেঙ্কের বিপক্ষে বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল। কিন্তু তাতেও রক্ষা হয়নি ক্লাবটির অভিজ্ঞ কোচ আনচেলত্তির। নকআউট পর্বের টিকেট নিশ্চিতের ৩ ঘণ্টার কম সময়ের মধ্যেই তাকে বরখাস্ত করে নেপোলি। ইউরোপ সেরার আসরে দুর্দান্ত আনচেলত্তির দল। এই মৌসুমে একমাত্র দল হিসেবে নির্ধারিত ৯০ মিনিটে লিভারপুলকে হারাতে সক্ষম হয় তারা। ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জেঙ্ককে রীতিমতো বিধ্বস্ত করে পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করে নেপোলি। কিন্তু সিরি’এ লীগে তাদের পারফর্মেন্সে মোটেও সন্তুষ্টজনক নয়। যে কারণেই তাকে বরখাস্ত করতে বাধ্য হয় নেপোলি। এই মুহূর্তে সিরি’এ লীগে নেপোলির অবস্থান সাতে। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহে মাত্র ২১ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার মিলান। দুই নম্বরে থাকা জুভেন্টাসের সংগ্রহে ৩৬ পয়েন্ট। নেপোলির বাজে পারফর্মেন্সের কারণ হিসেবে ঘরের মধ্যে দ্বন্দ্বকেও সামনে নিয়ে এসেছে বিভিন্ন গণমাধ্যম। গত মাসে ক্লাবটির প্রেসিডেন্ট আউরেলিও দি লরেন্তিসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন কোচ ও খেলোয়াড়রা। ৬০ বছর বয়সী আনচেলত্তির কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ। এর আগে এসি মিলান, চেলসি, প্যারিস সেইন্ট জার্মেই এবং বেয়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোর কোচ হয়ে লীগ শিরোপা জিতেছিলেন। সেইসঙ্গে ইতিহাসের মাত্র তৃতীয় কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ের রেকর্ডও তার দখলে।
×