ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্ব শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ১১:৩০, ১৪ ডিসেম্বর ২০১৯

 বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্ব শেষ হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু বিপিএল শুরু হয়েছে ১১ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। পাঁচপর্বে খেলা হচ্ছে লীগ। আজ প্রথমপর্ব শেষ হচ্ছে। দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রেঞ্জার্স এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা প্লাটুন-সিলেট থান্ডার ম্যাচ দিয়ে প্রথমপর্বের ইতি ঘটবে। দুটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রংপুরের বিরুদ্ধে ম্যাচটি দিয়ে আজ চট্টগ্রামের হয়ে মাঠেও নামছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি চট্টগ্রামের অধিনায়ক। আজ তিনি নামবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শেষ হচ্ছে একটি পর্ব। যেটি প্রথমপর্ব। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে। চারদিন আটটি ম্যাচ মিরপুর স্টেডিয়ামে হয়েছে। এবার মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হবে চট্টগ্রাম পর্ব। যেটিকে দ্বিতীয়পর্ব ধরা হচ্ছে। এই পর্বে ছয়দিনে ১২টি ম্যাচ হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিপিএলের বিশেষ আসর আয়োজন হচ্ছে। আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ডিসেম্বর। এরপরই ১১ ডিসেম্বর মাঠের লড়াই শুরু হয়ে যায়। প্রতিদিন দুটি করে ম্যাচ হচ্ছে। সব দলই মাঠের লড়াইয়ে নেমে গেছে। লীগের সপ্তম আসরেও সাতটি দলই খেলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স খেলছে। ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমপর্বের খেলা হয়েছে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে। আরেকটি ভেন্যু বাকি থাকে। সেটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়ামে চতুর্থপর্বের ৬টি ম্যাচ হবে। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হচ্ছে। শুধু শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ রাত ৭টায় শুরু হচ্ছে। লীগপর্বে মোট ৪২টি ম্যাচ হবে। এরপর পয়েন্ট তালিকায় সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে। এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার এবং এক ফাইনালসহ আরও চারটি ম্যাচ হবে। লীগে মোট ৪৬টি ম্যাচ হবে। আজ দুটি ম্যাচ হলে আটটি ম্যাচ শেষ হবে। লীগপর্বের ২৪টি ম্যাচ এবং এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচসহ মোট ২৮টি ম্যাচ মিরপুরে হবে। ১২টি ম্যাচ হবে চট্টগ্রামে আর ৬টি ম্যাচ হবে সিলেটে। আজ মিরপুরে প্রথমপর্বের খেলা শেষ হবে। এরপর চট্টগ্রামে ১৭ থেকে ২৪ ডিসেম্বর খেলা হবে। আবার ২৭ ডিসেম্বর থেকে মিরপুরে তৃতীয়পর্বের খেলা হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২ থেকে ৪ জানুয়ারি সিলেটে চতুর্থপর্বের খেলা হবে। ৭ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আবার মিরপুরে পঞ্চম ও শেষপর্বের খেলা হবে। ১৭ জানুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের পর্দা নামবে। মিরপুরে মোট তিনপর্ব, চট্টগ্রাম ও সিলেটে একটি করে পর্ব চলবে। মোট পাঁচপর্বে খেলা হবে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রেঞ্জার্স এবং ঢাকা প্লাটুন-সিলেট থান্ডার ম্যাচ দিয়ে প্রথমপর্ব আজ শেষ হচ্ছে। দলসূত্রে জানা গেছে, প্রথমপর্বের শেষে ইনজুরি কাটিয়ে মাঠেও নামবেন চট্টগ্রামের মাহমুদুল্লাহ রিয়াদ।
×