ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্যাসলিন হিলিং প্রজেক্টের বিপুল সাড়া

প্রকাশিত: ০৯:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৯

  ভ্যাসলিন হিলিং  প্রজেক্টের  বিপুল সাড়া

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড ‘ভ্যাসলিন’-এর একটি সামাজিক উদ্যোগ ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। প্রজেক্টটির লক্ষ্যে, সারাদেশের সুবিধাবঞ্চিতদের কাছে ত্বক সুস্থ করার শক্তি ‘ভ্যাসলিন’-এর জার পৌঁছে দেয়া। ২০১৬ সাল থেকে চলে আসা এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের ত্বকের সুস্থতা নিশ্চিতের উদ্দেশ্যে কাজ করছে ভ্যাসলিন। তারই অংশ হিসেবে সে বছর ৫০ হাজার এবং ২০১৭ সালে ১ লাখ ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করেছিল ব্র্যান্ডটি। ২০১৮-তে এসে ডোনেশনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ২ লাখে। এ বছর প্রায় ৪ লাখ মানুষের কাছে ভ্যাসলিন পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে স্বনামধন্য এই ব্র্যান্ডটি। বিগত বছরগুলোর মতো এবছরও শুরু হয়েছে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। গত ১০ নভেম্বর বসুন্ধরা সিটি শপিংমলে প্রজেক্টির পর্দা উন্মোচন করেন ভ্যাসলিন বাংলাদেশের শুভেচ্ছাদূত অভিনেত্রী বিপাশা হায়াত। অনুষ্ঠানে বিপাশা হায়াত নিজে ভ্যাসলিন ডোনেট করার পাশাপাশি সাধারণ মানুষকে আহ্বান জানান ভ্যাসলিন ডোনেট করার মাধ্যমে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে। -বিজ্ঞপ্তি
×