ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভবনে এসি লাগানোর সময় পড়ে গিয়ে মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৯

ভবনে এসি লাগানোর সময় পড়ে গিয়ে মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনার বেইলি রোডে একটি ভবনের এসি লাগানোর সময় পড়ে গিয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এদিকে মিরপুরে ১৩শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ীর মাছের আড়তে ১০ টন আফ্রিকান মাগুর ও ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বেইলি রোডে একটি ভবনের এসি লাগানোর সময় পড়ে গিয়ে বিমল সরকার (৩০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি কেরানীগঞ্জের কালিন্দী এলাকার সুভাস সরকারের ছেলে। তিনি পল্টন এলাকার একটি দোকানে এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। নিহতের সহকর্মী ইব্রাহিম জানান, শুক্রবার সকালে বেইলে রোডের অফিসার্স ক্লাবের পাশের একটি ভবনের চারতলায় বাইরের দিকে এসি লাগাচ্ছিলেন বিমল। দুপুরের দিকে অসাবধানতাবসত হঠাৎ নিচে পড়ে বিমল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচ মাদক কারবারি গ্রেফতার রাজধানীর মিরপুরে ১৩শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন নাজমুল হক রিন্টু (৩২), কবিরুল ইসলাম অপু (২৮), স¤্রাট (২৮), মাহফুজুর রহমান (৩০) ও হৃদয় (২৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর-১ এর দারুস সালাম রোডের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মিরপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রং মেশানো মাছ বিক্রির অপরাধে পাঁচজনকে সাজা যাত্রাবাড়ীর মাছের আড়তে ১০ টন আফ্রিকান মাগুর মাছ ও ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাছে রং মেশানোর অপরাধে একজনকে এক বছর, আরেকজনকে ছয় মাস কারাদ- দেয়া হয়েছে। এছাড়া বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বেচার অপরাধে তিনজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে সাজা দেয়া হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে গিয়ে দেখা যায়, সামুদ্রিক মাছকে সতেজ দেখানোর জন্য কাপড়ে ব্যবহার্য রং পানির সঙ্গে মিশিয়ে তাতে মাছ চুবিয়ে রাখা হয়েছে। এজন্য একজনকে এক বছর ও একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। এসময় রঙ মেশানো ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়। তাছাড়া চাষ ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়।
×