ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৯

 সরকারের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিতে সরকারের বিশেষ বাহিনী যানবাহনে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার আগের মতো আগুনের খেলা শুরু করেছে। সরকারের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে দেখে অস্থির হয়ে গেছে। এই মামলায় যাদের আসামি করা হয়েছে ছাত্রদলের সেই দুই নেতা এখনও কারাগারে। কারগার থেকে বের হয়ে এসে তারা কিভাবে আগুন দিল। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, সর্বোচ্চ আদালতে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং গুরুতর অসুস্থ ৭৫ বছর বয়সী একজন মহীয়সীকে জামিন না দেয়া সাম্প্রতিককালের সেরা নিষ্ঠুরতা। এটি শুধু দেশের ইতিহাসে নয়, সারাবিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। দেশ বাঁচাতে, দেশের মানুষ বাঁচাতে, গণতন্ত্র পুনরুদ্ধার করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ বিষয়ে রিজভী অভিযোগ করেন, তিনটি মোটরসাইকেলে আগুন দিতে ১৩৫ জনের দরকার হয়ে পড়ল? এটা হাস্যকর। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন এবং সরকারের বিশেষ বাহিনীর পরিকল্পিত একেকটি ঘটনায় বিএনপির নামে মামলা দেয়া হচ্ছে। খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন সুপ্রীমকোর্ট এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সেখানে মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা তারা ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয়। লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সরকার বর্তমানে বিএনপির বিরুদ্ধে নতুন কোন ইস্যু পাচ্ছে না। তাই আগেরমতো আবার আগুনের খেলা শুরু করছে। সরকার বুধবার রাতে তাদের ‘খয়ের খাঁ’ পুলিশকে দিয়ে আমাদের ১৩৫ নেতাকে আসামি করে মোটরসাইকেল পোড়ানোর উদ্ভট দুই মামলা করেছে। অথচ হাইকোর্ট এলাকায় বেওয়ারিশ দুই মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়েছে গোয়েন্দা সংস্থার লোকেরা। বিএনপির এই নেতার অভিযোগ, ক্ষমতা হারানোর ভয়ে আবারও উদ্ভট, বানোয়াট, আজগুবি মামলার প্লাবন বইয়ে দিচ্ছে। সরকারের মতো পুলিশও এখন গায়েবি তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এক সপ্তাহে সিনিয়র নেতাদের নামে একের পর এক মামলা দিয়েই যাচ্ছে। মৃত ব্যক্তি, কারাবন্দী নেতাদেরও গায়েবি মামলায় পাইকারি আসামি করা হচ্ছে।
×