ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে যৌতুকবিহীন ২০ বিয়ে

প্রকাশিত: ০৯:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৯

 দিনাজপুরে যৌতুকবিহীন ২০ বিয়ে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জে ২০ জোড়া দরিদ্র ও এতিম তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে দেয়া হয়েছে। বিয়েতে নব দম্পতিদেরকে নতুন পরিবার সাজাতে দেয়া হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। যৌতুকের কুপ্রভাব এবং ধর্মীয়ভাবে যৌতুক দেয়া-নেয়ার নিষেধাজ্ঞার বিষয়টি প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার বিকেলে বীরগঞ্জের বটতলী ফয়জিয়া মদিনাতুল উলম মাদ্রাসা মাঠে এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিয়ে শেষে নব দম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোষক, রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেয়া হয়। বিয়ের এই সুন্দর আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় তিনি ২০ কনেকে শাড়ি প্রদান করেন। বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের তত্ত্বাবধানে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের সব তদারকি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমীন পরিষদ দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আলী আনসারী। আয়োজকরা জানান, এসব বর-কনে এতিম ও দরিদ্র। বিয়ে করার সামর্থ নেই বললেই চলে।
×