ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:৪২, ১৪ ডিসেম্বর ২০১৯

 গাজীপুরে নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ নিখোঁজ এক গার্মেন্টস কর্মীর লাশ জঙ্গল থেকে শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নাম আসমা আক্তার ওরফে সাথী (২০)। সে গাজীপুর সদর থানার ভাওয়াল গাজীপুর এলাকার কসিম উদ্দিনের মেয়ে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার জেরিন গার্মেন্টস কারখানায় চাকরি করত আসমা। বৃহস্পতিবার রাতে ছুটির পর কারখানা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সে। রাতে বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন শুক্রবার সকালে এলাকাবাসী স্থানীয় হাতিয়াব খিলপাড়া এলাকার মাদ্রাসার পূর্বপাশের রাস্তা সংলগ্ন সিম গাছের মাচার নিচে আসমার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। মুন্সীগঞ্জে চালক স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জে গজারিয়ায় নিখোঁজের পাঁচদিন পর নাজিরচর গ্রামের পাশের ডোবা থেকে আব্দুল মান্নান (২২) নামে এক ব্যাটারিচালিত মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে। নিহতের স্ত্রী তানিয়া বেগম জানান, রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার গজারিয়া বাজার থেকে স্থানীয় তিন যাত্রী নিয়ে পার্শ্ববর্তী হোসেন্দী ইউনিয়নে জামালদী বাস স্ট্যান্ডে যাওয়ার পথে নিখোঁজ হয় মিশুক চালক মান্নান। এদিকে লাশ উদ্ধারের পর নিহতের মা খাদিজা বেগম শুক্রবার বিকেলে মিশুকের তিন যাত্রী হিমু, রাব্বী, সাইফুলকে আসামি করে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাটাইলে যুবক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়ার দয়াকান্দী এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে একটি মেহগনি গাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি ওই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাকুটিয়ার দয়াকান্দী এলাকায় মেহগনি গাছের সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।
×