ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ট্রাক উল্টে ঘরে ॥ নিহত দুই

প্রকাশিত: ০৯:৪১, ১৪ ডিসেম্বর ২০১৯

 দৌলতপুরে ট্রাক উল্টে ঘরে ॥ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৩ ডিসেম্বর ॥ দৌলতপুরে বালি ভর্তি ট্রাক উল্টে ঘরের ওপর চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমদহ গ্রামের মানিক ফকির (৬৫) ও একই এলাকার মরিয়ম পারটেক্স কারখানার কর্মচারী আব্দুর রহিম (৪৫)। স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বালি ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমদহ গ্রামের রাস্তা সংলগ্ন মানিক ফকিরের টিনের ছাপরা ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা মানিক ফকির ও আব্দুর রহিম চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুক্রবার ভোররাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দল নিহতদের উদ্ধার করে। খুলনায় মাছ ব্যবসায়ী খুলনা অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, খুলনা জেলার পাইকগাছা উপজেলার শিববাটি ব্রিজের সামনে নির্মানাধীণ কৃষি কলেজের সামনে ট্রাকের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মফিজুল তরফদার (৪৫) পাইকগাছা উপজেলার লক্ষীখোলা গ্রামের মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে। শুক্রবার সকাল ৭টার দিকে পাইকগাছা-কয়রা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে ভেলাজান বাজারের পাশে বৃহস্পতিবার রাত নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই বৃদ্ধ রাস্তাপার হতে গেলে ঠাকুরগাঁওগামী পাথর বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ধামরাইয়ে প্রকৌশলী সংবাদদাতা সাভার থেকে জানান, ঢাকার ধামরাইয় উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় শাহীন আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি আকিজ ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। কর্ণফুলীতে যুবক নিজস্ব সংবাদদাতা পটিয়া চট্টগ্রাম থেকে জানান, কর্ণফুলী উপজেলার আনোয়ারা-পিএবি সড়কের বড়উঠানে বাস চাপায় রাকিব হোসেন (২০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে আনোয়ারামুখী একটি বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে লোকজন চমেক হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কালা মায়ের ছাড়া নামক এলাকার আমান আলীর পুত্র।
×