ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহরিয়ার কবির

’৭১-এর বুদ্ধিজীবী হত্যার বিচার আজও সম্পন্ন হয়নি

প্রকাশিত: ০৯:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৯

  ’৭১-এর বুদ্ধিজীবী হত্যার বিচার আজও সম্পন্ন হয়নি

১৯৭১-এ মুক্তিযুদ্ধকালে দখলদার পাকিস্তানী বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ প্রভৃতি মৌলবাদী সাম্প্রদায়িক দল ‘শান্তি কমিটি’, ‘রাজাকার’, ‘আলবদর’, ‘আলশামস’, ‘মুজাহিদ বাহিনী’ ইত্যাদি ঘাতক বাহিনী গঠন করে বাংলাদেশে ৩০ লাখ নিরীহ মানুষকে হত্যা করেছে। সরকারী হিসেবে ২ লাখ, বেসরকারী হিসেবে ৫ লক্ষাধিক নারী তাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। ১ কোটি মানুষ সর্বস্ব হারিয়ে প্রাণরক্ষার জন্য প্রতিবেশী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। দেশের অভ্যন্তরে উদ্বাস্তুর সন্ত্রস্ত বিড়ম্বিত জীবনযাপন করেছেন আরও দুই কোটি মানুষ। ’৭১-এর ৯ মাসে ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে যে গণহত্যা ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও সর্বাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা পরে বিশ্বের অন্য কোথাও এ ধরনের গণহত্যা ঘটেনি। ’৭১-এর গণহত্যার একটি ভয়ঙ্কর অভিব্যক্তি হচ্ছে তালিকা প্রস্তুত করে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যা করা। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানী হানাদার বাহিনীর দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত জামায়াতে ইসলামীর দলীয় ঘাতক বাহিনী ‘আলবদর’ এই বুদ্ধিজীবী হত্যা কার্যকর করেছিল, যার নীলনকশা প্রণয়ন করেছিলেন জামায়াতের শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘকে রূপান্তর করা হয়েছিল ‘আলবদর’ বাহিনীতে, যার নেতৃত্বে ছিলেন ছাত্র সংঘের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, চৌধুরী মঈনউদ্দিন, আশরাফউজ্জামান প্রমুখ; ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে এবং অনেকের প্রাণদণ্ড ইতোমধ্যে কার্যকরও হয়েছে। একটি জাতিকে মেধাশূন্য করার জন্য এই বুদ্ধিজীবী হত্যা সংঘটিত হয়েছিলÑ স্বাধীন হলেও বাঙালী কখনও যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। কারণ এই দিন আলবদরের ঘাতকরা সর্বাধিক সংখ্যক বুদ্ধিজীবীকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল। তালিকা অনুযায়ী বুদ্ধিজীবী হত্যা আরম্ভ হয়েছিল ১৯৭১-এর ১৫ নবেম্বর থেকে। সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই তরুণ চিকিৎসক ডাঃ আজহারুল হক ও ডাঃ হুমায়ূন কবিরকে আলবদরের ঘাতকরা বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংস নির্যাতন করে হত্যা করে রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের পাশে লাশ ফেলে রেখেছিল। এর আগে সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ, দানবীর আরপি সাহা, শিল্পপতি সাইদুল হাসান ও অন্যান্য বুদ্ধিজীবীকে হত্যা করেছে গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী। ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়েছে হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ অনুযায়ী। ১৬ ডিসেম্বর বিজয়ের পর মিরপুরের বিভিন্ন বধ্যভূমি ও রায়েরবাজারে বুদ্ধিজীবীদের হাত-পা বাঁধা, চোখ বাঁধা ক্ষতবিক্ষত লাশ দেখে মানুষ আতঙ্ক ও ক্ষোভে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। হত্যার আগে নৃশংসতম নির্যাতন করা হয়েছিল বরেণ্য লেখক, সাংবাদিক, কবি, চিকিৎসক, অধ্যাপক ও অন্যান্য পেশাজীবীকে। আলবদরের ঘাতকরা হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ফজলে রাব্বির হৃৎপি- উপড়ে ফেলেছিল, কবি সেলিনা পারভীনের হাতের আঙ্গুল ও স্তন কেটে ফেলেছিল, চক্ষু চিকিৎসক ডাঃ আলিম চৌধুরীর চোখ উপড়ে ফেলেছিল। হত্যার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি ঘাতকরা, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অমানুষিক যন্ত্রণা দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তানদের তারা নির্মমভাবে হত্যা করেছে। এই পাশবিকতা হিটলারের নাৎসি বাহিনীর চেয়েও ভয়াবহ ছিল। ১৬ ডিসেম্বর বিজয়ের পর দেশে ও বিদেশে বিভিন্ন গণমাধ্যমে ’৭১-এর গণহত্যার ভয়াবহতার বহু বিবরণ প্রকাশিত হয়েছে, যা পড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্তম্ভিত হয়ে গিয়েছিল। আলবদরের নৃশংসতা সম্পর্কে ধারণার জন্য দৈনিক পূর্বদেশ-এ প্রকাশিত (১৯ জানুয়ারি, ১৯৭২) একটি প্রতিবেদনের অংশ উদ্ধৃত করছিÑ ‘হানাদার পাকবাহিনীর সহযোগী আলবদরের সহযোগীরা পাকসেনাদের আত্মসমর্পণের পর যখন পালিয়ে গেল তখন তাদের হেডকোয়ার্টারে পাওয়া গেল এক বস্তা বোঝাই চোখ। এদেশের মানুষের চোখ। আলবদরের খুনীরা তাদের হত্যা করে চোখ তুলে তুলে বস্তা বোঝাই করে রেখেছিল। ‘ঘটনাটির কথা বলেছেন আওয়ামী লীগের বৃদ্ধ নেতা মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। ‘তিনি বলেন, সেদিন বদর বাহিনীর হেডকোয়ার্টারের পাশে এক বাড়িতে গিয়েছিলাম। তোলাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্রসংঘের ছেলেদের দ্বারা গঠিত এই আলবদর বাহিনী যে অত্যাচার চালিয়েছে তার অনেক কাহিনী শুনেছি। বৃদ্ধ মাওলানা বলেন, খুনীদের এই সংস্থার নাম দেয়া হলো আলবদর বাহিনী। একি কোন মনোপুত নাম? যে বদর যুদ্ধ ছিল আদর্শের জন্য ইসলামের প্রথম লড়াই সেই যুদ্ধের সঙ্গে কি কোন সংযোগ আছে? এই বদর বাহিনী শুধু ইসলামের শত্রুই নয়, এরা হলো জালেম।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ’৭১-এর ঘাতকদের বিচার আরম্ভ করেছিলেন। তাঁর জীবদ্দশায় ’৭৩টি ট্রাইব্যুনালে ৭৫২ জন ঘাতক দালালের বিচার ও শাস্তি হয়েছিল। ১৯৭৫-এ বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে ’৭১-এর ঘাতক দালালদের বিচার শুধু বন্ধ করেননি, তাদের দল করার অনুমতি দিয়েছেন এবং নিজের দলে- এমনকি মন্ত্রিসভায়ও তাদের ঠাঁই দিয়েছিলেন। জিয়ার যোগ্য সহধর্মিণী বিএনপি প্রধান খালেদা জিয়া ’৭১-এর গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার দুই প্রধান নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে, তাদের গাড়ি ও বাড়িতে ৩০ লাখ শহীদের রক্তেভেজা বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি চরম বিদ্রুপ প্রদর্শন করেছেন। খালেদা জিয়া ২০১৬ সালের ২৩ ডিসেম্বর দলের এক সমাবেশে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার দলের আরেক নেতা দেশের জন্য, স্বাধীনতার জন্য শহীদ বুদ্ধিজীবীদের সর্বোচ্চ আত্মদানকে উপহাস করে বলেছেন, তাঁরা নাকি নিজেদের বোকামির জন্য মরেছেন! গণহত্যা সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বলা হয়েছে- গণহত্যা অস্বীকার করা গণহত্যার চেয়েও ভয়াবহ অপরাধ। ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘হলোকস্ট’ বা গণহত্যা অস্বীকারকারীদের শাস্তির জন্য ‘হলোকস্ট ডিনায়াল এ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছে, যাতে গণহত্যা বা গণহত্যাকারীদের কেউ মহিমান্বিত করতে না পারে। ২০১৬ সালে খালেদা জিয়ার বক্তব্যের একদিন পরই ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ সংবাদ সম্মেলন করে গণহত্যা অস্বীকারকারী কিংবা শহীদদের আত্মদান উপহাসকারীদের শাস্তির জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছিল, যা আইন কমিশন ইতোমধ্যে প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বুদ্ধিজীবী হত্যার শিরোমণিদের বিচার হলেও রাজাকার, আলবদর প্রভৃতি ঘাতক বাহিনী এবং তাদের স্রষ্টা জামায়াতে ইসলামী এবং সহযোগী অন্যান্য সংগঠনের বিচার এখনও আরম্ভ হয়নি। অধিকাংশ শহীদ পরিবার তাদের আপনজনের ঘাতকদের ব্যক্তিগত পরিচয় জানেন না, তারা চেনেন সংগঠন। ১৯৭১-এ নিজামী-মুজাহিদ গং কাউকে ব্যক্তিগত শত্রুতাবশতঃ হত্যা করেননি। বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সারকে হত্যার জন্য বঙ্গবন্ধুর আমলে সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন জামায়াত নেতা খালেক মজুমদার। জামায়াতের এই ঘাতক ১৪ ডিসেম্বরের আগে শহীদুল্লা কায়সারকে কখনও চাক্ষুষ দেখেননি। শহীদুল্লা কায়সারকে তাঁর কায়েতটুলির বাড়ি থেকে ধরে নেয়ার আগে পাড়ার মসজিদের ইমামের কাছে খালেক মজুমদার জানতে চেয়েছিলেন- তিনি কোন্্ বাড়িতে থাকেন, দেখতে কেমন। বিচার চলাকালে আদালতে কায়েতটুলি জামে মসজিদের ইমাম খালেক মজুমদারকে শনাক্ত করেছিলেন। দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে নৃশংসভাবে হত্যা করা ছিল জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত, যা ঘাতক বাহিনীর সদস্যরা কার্যকর করেছে। ’৭১-এর গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যাকে ধর্মের নামে বৈধতা দেয়ার জন্য জামায়াতের শীর্ষ নেতারা বলেছেন, এরা ‘দুষ্কৃতকারী’, ‘ভারতের দালাল’, ‘পাকিস্তানবিরোধী’, ‘ইসলামের দুশমণ’ ইত্যাদি। জামায়াত নেতারা সব সময় পাকিস্তান ও ইসলামকে সমার্থক মনে করেন। ’৭১-এর নয় মাসে জামায়াতে ইসলামীর দলীয় মুখপত্র দৈনিক ‘সংগ্রাম’-এর পাতা উল্টালেই চোখে পড়বে ‘আলবদর’ বাহিনীর তথাকথিত সাহসিকতা এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী বাঙালীদের হত্যার বহু বিবরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত নুরেমবার্গ ট্রাইব্যুনালে ২১ জন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীর পাশাপাশি ৭টি প্রতিষ্ঠান ও সংগঠনের বিচার হয়েছিল। এগুলো হচ্ছেÑ ১) নাৎসি পার্টির হাইকমান্ড, ২) হিটলারের রাইখ সরকারের মন্ত্রিসভা, ৩) গেস্টাপো, ৪) এসএস, ৫) এসডি, ৬) এসএ এবং ৭) জার্মান হাইকমান্ড। বিচারে ৪টি সংগঠন দোষী প্রমাণিত হওয়ায় ইউরোপে তাদের সবরকম কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমরা ট্রাইব্যুনাল গঠনের নয় বছর অতিক্রান্ত হওয়ার পরও ঘাতক সংগঠনগুলোর বিচার আরম্ভ করতে পারিনি, যদিও ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার সময় ব্যক্তির পাশাপাশি ঘাতক সংগঠনগুলোকে বিচার চেয়েছিলাম। এ দাবি আমার একার বা ৩০ লাখ শহীদ পরিবারের শুধু নয়, এ দাবি বিচারপ্রত্যাশী গোটা জাতির। ’৭১-এর গণহত্যার জন্য জামায়াতে ইসলামী এবং সহযোগী দল ও ঘাতক সংগঠনের বিচার যত বিলম্বিত হবে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাবিনাশী কার্যক্রম তত বৃদ্ধি পাবে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধানের বিরুদ্ধে দেশে-বিদেশে তাদের ষড়যন্ত্র এবং জঙ্গী মৌলবাদী সন্ত্রাসের উত্থান ও বিকাশ বন্ধ করা যাবে না। তারা প্রতিনিয়ত ’৭১-এর শহীদদের এবং বাঙালীর হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন মুক্তিযুদ্ধ সম্পর্কে উপহাস করার পাশাপাশি ’৭১-এর গণহত্যাকারী ও বুদ্ধিজীবী হত্যাকারীদের মহিমান্বিত করার ধৃষ্টতা প্রদর্শন করছে। ’৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাকারী সংগঠনগুলোর বিচার না হলে ৩০ লাখ শহীদ পরিবার এবং বিচারপ্রত্যাশী গোটা জাতিকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হবে এবং ঘাতক সংগঠনগুলো ভবিষ্যতে আরও গণহত্যায় উৎসাহিত হবে। ১২ ডিসেম্বর, ২০১৯ লেখক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি
×