ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভৈরবে আসামিকে ছেড়ে দেয়ায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৯:১৭, ১৪ ডিসেম্বর ২০১৯

 ভৈরবে আসামিকে  ছেড়ে দেয়ায়  তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৩ ডিসেম্বর ॥ ভৈরবে শহর ফাঁড়ির পুলিশ লাখ টাকার বিনিময়ে চিহ্নিত দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দেয়ার সংবাদ বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন গনমাধ্যেমে প্রকাশের পর কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান জানান, ২ মাদক কারবারিকে আটকের পর ছেড়ে দেয়ার ঘটনাটি অনুসন্ধান করে রিপোর্ট প্রদানের জন্য জেলা পুলিশ সুপার নির্দেশ প্রদান করেছেন। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, মাদক কারবারিকে ছেড়ে দেয়ার ঘটনাটি শুনে অনুসন্ধান করে রিপোর্ট দেয়ার জন্য বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্টে দোষী প্রমাণিত হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে বারোটার সময় শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার মাদকের আড়তদার ও একাধিক মাদক মামলার আসামি মাইগ্যা আলমের বাড়িতে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম ও এটি এস আই আরিফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় আলমের বাড়িতে আলম ও আরেক চিহ্নিত মাদক কারবারি সুমীসহ ফারুক, আলাদিন, আলিফ ও রোকন নামে আরও চারজনকে আটক করা হয়। তবে আটকৃত সুমী এবং আলমের দেহ তল্লাশি করে কোন প্রকার মাদকদ্রব্য পায়নি পুলিশ। এ সময় মাদক না পেয়েও সুমী ও আলমকে নিয়ে যেতে চাইলে আটককৃত মাদক কারবারি ও পুলিশের মাঝে দরদাম চলতে থাকে।
×