ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে দুই গ্রুপের সংঘর্ষে নির্বাচনী অফিস ভাংচুর

প্রকাশিত: ০৯:১৭, ১৪ ডিসেম্বর ২০১৯

চরফ্যাশনে দুই গ্রুপের সংঘর্ষে নির্বাচনী  অফিস ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৩ ডিসেম্বর ॥ ভোলার চরফ্যাশনের নুরাবাদ ইউপি নির্বাচনের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে শুক্রবার সকালে নুরাবাদ ৩নং ওয়ার্ড ও দুলার হাট বাজারে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা, ভাংচুর ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। এ সময় দু’দলের দুটি নির্বাচনী অফিস ভাংচুর, অর্ধশত সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরুল ইসলাম চৌকিদার, আতিক হাওলাদার, নাছিম, রিয়াজ গাজী, মোক্তার, রাসেল, হানিফ, আবুল বাসার বাসু, লিটন, আঃ হাসিম মাঝি, ইব্রাহিম, ইউছুফ, ফারুক মাস্টার, হাফেজ জামান, আবুল বাসার প-িতকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হাফেজ জামান ও আবুল বাসার পন্ডিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুলার হাট থানা পুলিশ জানান, শুক্রবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ারের সমর্থকরা ৩নং ওয়ার্ডে গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজের সমর্থকরা তাদের আটকে রাখে। পরে আনোয়ার সমর্থকরা তাদের উদ্ধার করতে গেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা দুলার হাট বাজারের দু’দলের দুটি নির্বাচনী অফিস ভাংচুর করে। সংবাদ পেয়ে দুলারহাট ও চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।
×