ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৯:১৪, ১৪ ডিসেম্বর ২০১৯

বাল্যবিয়ে থেকে রক্ষা

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৩ ডিসেম্বর ॥ সোনারগাঁ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার দুপুর উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খাঁন। তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন উপজেলার দৌলরদী গ্রামের শাহজাহান মিয়ার সদ্য জেএসসি পরীক্ষা শেষ করা মেয়ে মুক্তি আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছে। এমন সংবাদে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে মোবাইল কোর্ট বসিয়ে মেয়ের বাবাকে ১ হাজার টাকার অর্থদন্ড করা হয়।
×