ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মণিরামপুরে পরীক্ষায় অনিয়ম ॥ তিন শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০৯:১৪, ১৪ ডিসেম্বর ২০১৯

 মণিরামপুরে পরীক্ষায়  অনিয়ম ॥ তিন  শিক্ষক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুর উপজেলার তিনটি বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে প্রাথমিক সমাপনী পরীক্ষার দুই কেন্দ্রে প্রশ্নফাঁসসহ অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, পিইসি পরীক্ষায় গত ২০ নবেম্বর সাধারণ বিজ্ঞান পরীক্ষার দিন উপজেলার পোড়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ধর্ম পরীক্ষার দিন মশ্মিমনগর কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। বিজ্ঞানের প্রশ্ন কেন্দ্রে আসার পর কেন্দ্র সচিব পরিমল বাবুর মাধ্যমে নৈশপ্রহরী কাম-দফতরি মাসুদ রানার হাত হয়ে চলে যায় পার্শ্ববর্তী বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমিতের হাতে। তিনি প্রশ্নের সমাধানকৃত উত্তরপত্র একই এলাকার আড়সিংগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটোকপি মেশিনে চারটি কপি করেন। বরখাস্তকৃতরা হলেন- উপজেলার বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমিত্র রায়, মশ্মিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান এবং হাজরাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার সরকার। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে পরীক্ষার রুমে সেই উত্তর সরবরাহ করার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ঝটিকা অভিযান চালান। তিনি আড়সিংগাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবের কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেন। ওইদিনই ইউএনও আহসান উল্লাহ শরিফীর নির্দেশে শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস জড়িতদের অফিসে তলব করে কেন্দ্র সচিব পরিমল, সহকারী শিক্ষক সৌমেনসহ ঘটনার সঙ্গে জড়িত ১৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ করেন। উপজেলা শিক্ষা অফিসার সেহেলি ফেরদৌস জানান, দুই কেন্দ্রে অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
×