ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্মাতা মাননুর সাফল্য

প্রকাশিত: ০৯:১২, ১৪ ডিসেম্বর ২০১৯

 নির্মাতা মাননুর সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম মেধাবী নির্মাতা সাইফুল ইসলাম মাননু। বদলে যেতে নয়, বদলে দিতেই যার মিডিয়ায় আবির্ভাব। তার নির্মাণে দর্শকরা প্রতিনিয়ত খুঁজে পেয়েছেন নতুনত্বের স্বাদ। সময়ের সঙ্গে সঙ্গে গল্পের ধরণ আর নির্মাণকৌশল বদলে তিনি নিজের স্বতন্ত্রতা জানান দিয়েছেন বার বার। সম্প্রতি তার পরিচালিত ‘পুত্র’ চলচ্চিত্র ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পাশাপাশি সর্বোচ্চ শাখা অর্থাৎ মোট ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। পুরস্কৃত হয়েছেন নিজেও। এ সাফল্যের অনুভূতি প্রসঙ্গে নির্মাতা সাইফুল ইসলাম মাননু বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রের প্রতি আরও বেশি দায়িত্বশীল করে তোলে। শুধুমাত্র নিজের জীবিকার জন্য নয়, বরং রাষ্ট্রের কল্যাণে শিল্পের প্রয়োগের জন্য দায়বদ্ধ হয়ে গেলাম। আর আমার স্ত্রী সাদিয়া শবনম শান্তুর এওয়ার্ড প্রাপ্তি, সব মিলিয়ে অসম্ভব রকম খুশি আমি। ‘পুত্র’ নির্মাণের পর পরই তারা চলে যান আমেরিকা। যুক্তরাষ্ট্রে চলে গেলেন কেন এ প্রসঙ্গে মাননু বলেন, শিল্পাঙ্গন ছেড়ে যাইনি বরং শিল্পের বিশ্ব বাজারে হাঁটার চেষ্টা করছি। নতুন কিছু শেখার ও জানার চেষ্টা করছি। ওখানের একটি ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ফিল্ম এ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়াশুনা করছি। কারণ শিক্ষা আর বাস্তবিক জ্ঞানের সমন্বয়ে শিল্প নতুন একটা মাত্রা পায়। টিচারদের কথা বাদই দিলাম, আমার দুইজন ক্লাসমেট খুব ভাল বন্ধু নাথান গ্যাগেন এবং শেথ হ্যারিংটন ওরা এবার এ্যামি এওয়ার্ড পেয়েছে। এখনতো আমার জন্য স্বপ্ন দেখাটা অনেক সহজ হয়ে গেলো। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান টম গ্যারেট আমাকে সরাসরি গাইড করছেন। আমিও বাংলা সংস্কৃতিকে বিশ্ব বাজারে উপস্থাপনের পাশাপাশি স্বীকৃতিটাও অর্জন করতে চান তিনি। নতুন কাজের পরিকল্পনা প্রসঙ্গে মাননু বলেন, তিন বন্ধু মিলে কিছু গল্প রেডি করছি। এর নাম ‘বাসর রাত’। আসছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে শূটিং করার ইচ্ছে রয়েছে। আমার সহধর্মিণী শান্তু এ কাজের সেট ও পোশাক পরিকল্পনায় কাজ করবেন। আশা করি এবারও ভাল একটা কিছু হবে।
×