ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোবেলজয়ী হ্যান্ডকাকে অগ্রহণযোগ্য ঘোষণা কসোভোর

প্রকাশিত: ০৮:৫১, ১৪ ডিসেম্বর ২০১৯

 নোবেলজয়ী হ্যান্ডকাকে  অগ্রহণযোগ্য ঘোষণা  কসোভোর

বর্ণবাদী লেখক পিটার হ্যান্ডকাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। তারই অংশ হিসেবে বুধবার কসোভোয় তাকে অগ্রহণযোগ্য ব্যক্তি ঘোষণা করা হয়েছে। এএফপি। চলতি বছরে হ্যান্ডকাকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য সুইডিশ একাডেমি মনোনীতি করলে বলকানদের নিয়ে তার পুরনো ক্ষত নতুন করে আলোচনায় উঠে এসেছে। যুগোস্লাভিয়ার রক্তাক্ত পতনের সময় সার্বদের নৃশংসতার পক্ষে যুক্তি দেখিয়েছিলেন এই লেখক। তাকে পুরস্কার দেয়ার প্রতিবাদে নোবেল কমিটির এক সদস্য পদত্যাগও করেছেন। তার হাতে পুরস্কার তুলে দিতে মঙ্গলবারে নোবেল কমিটির অনুষ্ঠান বর্জন করেছে আলবেনিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, উত্তর ম্যাসেডোনিয়া ও তুরস্ক। ফেসবুকে এক মন্তব্যে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বাহজাত বাকুলি বলেন, আমি ঘোষণা দিতে যাচ্ছি যে, পেটার হ্যান্ডকাকে কসোভোয় স্বাগত জানানো হবে না। এখন তিনি পারসোনা নন গ্রাটা। বাহজাত আরও বলেন, ভয়াবহ অপরাধের সমর্থন করায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কসোভোর নৃতাত্ত্বিক আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ লোকজনের মধ্যে এই লেখক খুব একটা জনপ্রিয় নন। ১৯৯৮-৯৯ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তারা বেলগ্রেডদের বিরুদ্ধে লড়াই করেছেন। এতে ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু এই লেখক প্রায়ই সার্বদের ছোট্ট ছিটমহল ভেলিকা হোকায় অতিথি হিসেবে যেতেন। সার্বীয়দের সাবেক প্রদেশটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সার্ব সম্প্রদায়ের ছোট্ট একটা অংশ এই ছিটমহলে বসবাস করছেন। হ্যান্ডকা অন্তত পাঁচবার এই ছিটমহলটিতে সফরে ছিলেন। এ সময় সম্প্রদায়ের পাঁচ শ’ লোককে এক লাখ ইউরো দান করেছিলেন তিনি। দক্ষিণাঞ্চলীয় কসোভোর উঁচু নিচু পাহাড়ের পাদদেশে এটির অবস্থান।
×