ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হোয়াটস এ্যাপ থেকে বাদ পড়ছেন কাশ্মীরীরা

প্রকাশিত: ০৬:২৩, ১৪ ডিসেম্বর ২০১৯

হোয়াটস এ্যাপ থেকে বাদ পড়ছেন কাশ্মীরীরা

দীর্ঘদিন এ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকায় হোয়াটস এ্যাপ থেকে বাদ পড়ছেন ভারত শাসিত কাশ্মীরের ব্যবহারকারীরা। ভারত সরকারের নির্দেশে চার মাস ধরে ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছেন ওই অঞ্চলের অধিবাসীরা। ফলে নিষ্ক্রিয় হয়ে রয়েছে তাদের হোয়াটস এ্যাপ এ্যাকাউন্টগুলো। হোয়াটস এ্যাপ প্ল্যাটফর্মের নীতিমালা অনুযায়ী, ১২০ দিন কোন এ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে সব হোয়াটস এ্যাপ প্ল্যাটফর্ম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যায় ওই এ্যাকাউন্টটি। -খবর বিবিসির। এ প্রসঙ্গে ফেসবুক মালিকানাধীন হোয়াটস এ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ ফিরলে নতুন করে আবারও হোয়াটস এ্যাপে এবং প্ল্যাটফর্মের গ্রুপগুলোতে যোগ হতে হবে ব্যবহারকারীদের। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘নিরাপত্তা ও তথ্য ধারণকে সীমিত রাখার স্বার্থে ১২০ দিন ধরে নিষ্ক্রিয় থাকা এ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেয়া হয়।’ যে কোন স্থানে বন্ধু ও আপনজনদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের ব্যবস্থা সৃষ্টি করে দেয়ার ব্যাপারটি হোয়াটস এ্যাপ গভীরভাবে অনুভব করে। হোয়াটস এ্যাপ নীতিমালা অনুযায়ী, দু’ধরনের নিষ্ক্রিয় এ্যাকাউন্ট রয়েছে প্ল্যাটফর্মটিতে। প্রথমটি হচ্ছে টানা ৪৫ দিন ধরে নিষ্ক্রিয় হয়ে থাকা এ্যাকাউন্ট। অন্য কোন ফোন থেকে এ ধরনের এ্যাকাউন্টগুলোতে লগ ইন করলে, আগের কোন ডেটা আর দেখতে পান না ব্যবহারকারী, সেগুলো মুছে দেয়া হয়। আর ১২০ দিন ধরে নিষ্ক্রিয় থাকা এ্যাকাউন্টগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ‘ডিএ্যাক্টিভেট’ করে দেয় হোয়াটস এ্যাপ। আগস্ট মাসে ওই অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল হওয়ার পর পরই ভারত সরকারের নির্দেশে সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকর জানিয়েছিলেন, মানুষকে মৌলবাদী করতে ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট। ভারত হোয়াটস এ্যাপের সবচেয়ে বড় বাজার। দেশটিতে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি হোয়াটস এ্যাপ ব্যবহারকারী রয়েছেন।
×