ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন মিটার দূর থেকেও চার্জ হবে ফোন

প্রকাশিত: ০৬:২২, ১৪ ডিসেম্বর ২০১৯

 তিন মিটার দূর থেকেও  চার্জ হবে ফোন

ভাবুন তো কেমন হবে, যদি আপনার মুঠোফোনটি চার্জিং এডাপটারের সঙ্গে সংযোগ না করেই চার্জ করা যায়! তারবিহীন চার্জিং ব্যবস্থা আসলে অনেক দিন ধরেই প্রযুক্তি অঙ্গনে একটি আলোচিত বিষয়। কিন্তু এখন পর্যন্ত তারবিহীন চার্জিং ব্যবস্থাগুলোতে আপনার মুঠোফোন চার্জ করার জন্য চার্জিং স্টেশনের বা প্যাডের সঙ্গে ফোনটির একটি সংযোগ বা স্পর্শ থাকাটা জরুরী। কিন্তু আগামী দিনগুলোতে এর পরিবর্তন হতে যাচ্ছে। কেননা, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের এফসিসি এমন একটি প্রযুক্তি ব্যবস্থার অনুমোদন করেছে যার দ্বারা আপনি কোন রকম তার সংযোগ বা কোনো চার্জিং প্যাডে স্পর্শ ছাড়াই তিন মিটার পর্যন্ত দূর থেকে আপনার ব্যবহৃত মুঠোফোনসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ করতে সক্ষম হবেন। অর্থাৎ এই প্রযুক্তিটি হবে একটি সত্যিকারের তারবিহীন চার্জিং ব্যবস্থা। এফসিসি এ ধরনের প্রযুক্তি এই প্রথম অনুমোদন করল। তারবিহীন তিন মিটার পর্যন্ত চার্জের এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় মূলত একটি ট্রান্সমিটারের মাধ্যমে, ট্রান্সমিটারের কাজ হলো বিদ্যুত শক্তিকে বেতার তরঙ্গে রূপান্তর করা যায় কিনা আসলে একটি চুম্বকীয় বেতার তরঙ্গ, আর সেই প্রক্ষেপিত চুম্বকীয় বেতার শক্তি যা পরবর্তীতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে তিন মিটারের মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জামসমূহে বিদ্যুৎ শক্তি প্রবাহিত করে তাদের ব্যাটারি চার্জ করে। বর্তমান সময়ের তারবিহীন চার্জিং ব্যবস্থাগুলো কেবল মুঠোফোন বা স্মার্টফোন চার্জ করতে সক্ষম। তবে নতুন এই প্রযুক্তিতে মুঠোফোন ছাড়াও চার্জ করা যাবে তারবিহীন কী-বোর্ড, ইয়ারবাড, মাউসসহ অন্যান্য যন্ত্রাদি। শুধু ওইসব যন্ত্রাদি থাকতে হবে সঠিক রকমের রিসিভার যা দ্বারা ট্রান্সমিটারের মাধ্যমে বিদ্যুৎ শক্তি গ্রহণ করা যাবে। এই প্রযুক্তির তারবিহীন চার্জার এখনও বাণিজ্যিকভাবে বাজারজাত করার উপযুক্ত হয়ে ওঠেনি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এগুলো বাজারজাত করার উপযুক্ত হবে।
×