ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব প্রযুক্তি

প্রকাশিত: ০৬:২১, ১৪ ডিসেম্বর ২০১৯

বিশ্ব প্রযুক্তি

লাইসেন্সবিহীন গেম বড় অঙ্কের জরিমানায় চীনা প্রতিষ্ঠান আইটি ডটকম ডেস্ক : সরকারের অনুমতি ছাড়াই গেম উন্মোচন করায় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চীনা প্রতিষ্ঠানকে। আগের বছর দেশটিতে চালু করা হয়েছে নতুন গেমিং নীতিমালা। নীতিমালা চালুর পর এটিই এ ধরনের প্রথম পদক্ষেপ। গেমটির জন্য কোন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তার কোন নাম উল্লেখ করা হয়নি। গেমটি থেকে প্রতিষ্ঠানটি যে পরিমাণ আয় করেছে তার সাত গুণ বা ৭৫৮০০ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। চীনে প্রতিটি গেম বানিয়ে তা উন্মোচনের আগে লাইসেন্স নিতে হয় চীনা ডেভেলপারদের। চীনা কর্তৃপক্ষ কেবল জানিয়েছে, যে গেমটির জন্য জরিমানা করা হয়েছে সেটি একটি মোবাইল গেম এবং তা বেইজিংয়ে বানানো। সাম্প্রতিক বছরগুলোতে ভিডিও গেমের ওপর চীনের নীতিমালা ক্রমশ কঠোর হতে দেখা গেছে। আগের মাসেই ১৮ বছরের কম বয়সী অনলাইন গেমারদের জন্য কার্ফু জারি করেছে চীন। এতে রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত গেম খেলায় নিষেধাজ্ঞা আসে এই গেমারদের ওপর। এ ছাড়া সাপ্তাহিক কর্ম দিবসে গেম খেলার সময়সীমা ৯০ মিনিট বেঁধে দেয়া হয়। আর সাপ্তাহিক ছুটির দিনে সময়সীমা করা হয়েছে তিন ঘণ্টা। গেম কনসোলের বদলে এ্যামাজন পাঠাল অন্য জিনিস আইটি ডটকম ডেস্ক : গেমিং কনসোল নিনটেনডো সুইচ কিনতে ৩০০ ব্রিটিশ পাউন্ড খরচ করেছিলেন এক গ্রাহক। ডেলিভারি হিসেবে তিনি সেই পার্সেল বাক্সে পেয়েছেন কনডম, টুথব্রাশ এবং বাদ্যযন্ত্র খঞ্জনির মতো পণ্য। অবশ্য গ্রাহক অভিযোগ করলে ক্ষমা চেয়েছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। ব্ল্যাক ফ্রাইডে অফারে পণ্য কেনার পর সরবরাহে ভুল করেছে প্রতিষ্ঠানটি। অন্তত এক ডজন গ্রাহক অভিযোগ করেছেন যে, তারা পার্সেলে ভুল পণ্য পেয়েছেন- খবর আইএএনএসএর। বদলে সঠিক পণ্য পাবেন এ্যামাজনের এমন প্রতিশ্রুতিতেও চটেছেন বেশ কিছু গ্রাহক। ব্ল্যাক ফ্রাইডে অফারে কম দামে পণ্য কিনেছিলেন তারা। এবারে সঠিক পণ্য পেতে পুরো মূল্যই দিতে হচ্ছে গ্রাহককে। অবশ্য, ফের অভিযোগের পর প্রতিষ্ঠানটি বলেছে বাড়তি অর্থ তারা ফেরত পাবেন। এ্যামাজনে ডেভিড উইলিয়ামসের নতুন বই ‘দ্য বিস্ট অব বাকিংহাম প্যালেস’ অর্ডার করেছিলেন টাটবারি, স্ট্যাফোর্ডশায়ারের ভিভ জনসন। প্যাকেটে অবশ্য ওই বইটিই পেয়েছেন জনসন, তবে দোমড়ানো মোচড়ানো কাডবোর্ড বাক্সে। এ্যামাজন প্যাকেজের একটি ছবি শেয়ার করে জনসন বলেন, ‘আমি আমার অর্থ ফেরত চাই। এই জিনিস আপনারা সরবরাহ করেছেন এবং দোমড়ানো মোচড়ানো পার্সেলটি ফেরত নিতে রাজি হননি।’ কী কারণে এমন ভুল হয়েছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই পদক্ষেম নিয়েছে ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। ডিজলাইক থেকে অন্যকিছু চায় ইউটিউবী আইটি ডটকম ডেস্ক : নিজেদের এ বছরের রিওয়াইন্ড ভিডিওটি প্রকাশ করেছে ইউটিউব। আর সেই সময় প্রতিষ্ঠানটি মাথায় রেখেছে গত বছরের রিওয়াইন্ড ভিডিওর কপালে কী জুটেছিল। সাকল্যে এক কোটি ৭০ লাখ ডিজলাইক! ইউটিউব ইতিহাসে সবচেয়ে অপছন্দের ভিডিও সেটি। গতবারের মতো এবার আর ডিজলাইকে ভেসে যেতে চায়নি ইউটিউব। এবারের ভিডিওর প্রথমেই ২০১৮ সালের রিওয়াইন্ড ভিডিওর ব্যর্থতার কথা স্বীকার করে মার্কিন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। সেই বিবেচনা থেকেই সম্ভবত এবারের ভিডিওতে দেখা মিলেছে পিউডিপাই, মি. বিস্টের মতো ইউটিউব তারকাদের। বাদ পড়েনি মাইনক্র্যাফট, ফোর্টনাইট মতো গেমও। - খবর সিনেটের। রেওয়াজ অনুসারে বছরের শেষে নিজেদের বিশেষ ভিডিও ‘ইউটিউব রিওয়াইন্ড’ নিয়ে হাজির হয় ইউটিউব। এর পেছনে থাকে অনেক পরিকল্পনা। পুরো কমিউনিটিও ভিডিওটির জন্য অধীর অপেক্ষায় থাকে। তবে, গত কয়েক বছর ধরেই রিওয়াইন্ড ভিডিও তৈরি করে কমিউনিটির চাহিদা যেন মেটাতে পারছিল না ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। ফলস্বরূপ যা হবার তাই হলো, কমিউনিটির রোষের মুখে পড়ে গেল ২০১৮ সালের ইউটিউব রিওয়াইন্ড প্রকাশ হওয়া মাত্রই। উইল স্মিথ, জনপ্রিয় ইউটিউবার কেইসি নেইস্ট্যাট, কে পপ ইত্যাদির উপস্থিতি থাকা সত্ত্বেও বেশ দ্রুত ডিজলাইক কামিয়েছিল ভিডিওটি। আর তাই সম্ভবত এবার সহজ সমাধান হিসেবে পুরো বছরে ইউটিউব ব্যবহারকারীদের সবচেয়ে বেশি লাইক পাওয়া, ভিউ পাওয়া ভিডিওর সমন্বয়ে তৈরি করে দিয়েছে এবারের রিওয়াইন্ড। এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে ইউটিউব লিখেছে, ‘কিছুই হয়নি এমন আচরণ তো আমরা করতে পারব না : গত বছরের ইউটিউব রিওয়াইন্ড আপনাদের ভাল লাগেনি (হালকা করে বললে)। আর তাই এ বছর আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি এবং খোঁজ নিয়েছি বিশ্বব্যাপী কোন ভিডিওগুলোকে আপনারা বেশি পছন্দ করছেন, বেশি দেখছেন- বড় বড় গেম থেকে শুরু করে বিউটি প্যালেট এবং নতুন তারকাদের বেলাতেও। কিন্তু তাতেও কি রফা হবে? শনিবার দুপুর পর্যন্ত ২০ লাখ লাইকের বিপরীতে ৪৫ লাখ ডিজলাইক পেয়েছে ভিডিওটি। আর সব মিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে ৩ কোটি ২৮ লাখ বারেরও বেশি।
×