ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ ফেডারেশন কাপ ফুটবলের ড্র

প্রকাশিত: ১২:১৮, ১৩ ডিসেম্বর ২০১৯

আজ ফেডারেশন কাপ ফুটবলের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ড্র ও লোগো উন্মোচন হবে আজ। বাফুফে ভবনে অংশগ্রহণকারী ১৩টি দলের প্রতিনিধিদের নিয়ে ড্র অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর শুরু হবে আসর। বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৩ ক্লাব নিয়ে হবে মৌসুম শুরুর এই টুর্নামেন্ট। ফেডারেশন কাপ ফুটবলের সব ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৩ ক্লাব চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপপর্ব শেষে ৮ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল। লটারির মাধ্যমে দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হবে। ফেডারেশন কাপ শেষ হওয়ার সপ্তাহ দেড়েক পরই শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। ১৫ থেকে ২৫ জানুয়ারি হওয়ার কথা জাতির পিতার নামের এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হওয়ার পর জানুয়ারির মধ্যেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। এবার ফেডারেশন কাপ ফুটবলে খেলবে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, পুলিশ ফুটবল ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব।
×