ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোমান-সোমাদের সংবর্ধনা আজ

প্রকাশিত: ১২:১৮, ১৩ ডিসেম্বর ২০১৯

রোমান-সোমাদের সংবর্ধনা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে সদ্য শেষ হওয়া ১৩তম সাউথ এশিয়ান গেমসে বিস্ময়কর সাফল্য পেয়েছে বাংলাদেশ আরচারি দল। গেমসের ১০ ডিসিপ্লিনের সবকটিতেই স্বর্ণপদক জয়ী বাংলাদেশের গর্বিত আরচাররা দেশে ফিরেছেন বুধবার রাতে। বিজয়ী বীরদের আজ সংবর্ধনা দেবে বাংলাদেশ আরচারি ফেডারেশন। গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে সন্ধ্যায় রোমান সানা, ইতি খাতুন, সোমা বিশ্বাসদের সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনার আয়োজন করেছেন আরচারি ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মইনুল ইসলাম (অব.) ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। উল্লেখ্য, এসএ গেমসের আরচারিতে ১০টি সোনার পদক জয়ের মধ্য দিয়ে গৌরবময় রেকর্ড গড়েছেন বাংলার তীরন্দাজরা। দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) কোন আসরে নির্দিষ্ট একটি ডিসিপ্লিন থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছেন রোমান-ইতিরা। কাঠমান্ডু-পোখারার আসরে আর্চারির রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে দশ ইভেন্টেই সেরা হয় বাংলাদেশ। সবমিলিয়ে দশটি সোনা ও একটি ব্রোঞ্জ এসেছে আরচারি থেকে।
×