ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্টে লাবুশানের শতকে প্রথমদিনে অসিদের স্বস্তি

প্রকাশিত: ১২:১৭, ১৩ ডিসেম্বর ২০১৯

পার্থ টেস্টে লাবুশানের শতকে প্রথমদিনে অসিদের স্বস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক চার বছর আগে এ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এবার পার্থে দু’দল আবার দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে। এ্যাডিলেডে জিতেছিল অসিরা, এবার সবেমাত্র প্রথমদিন শেষ হয়েছে। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বড় ইনিংস উপহার দিতে না পারলেও মার্নাস লাবুশানে সেঞ্চুরি তুলে নিয়ে স্বস্তি দিয়েছেন অসি তাঁবুতে। তার অপরাজিত ১১০ রানে দিনশেষে অসিরা মাঠ ছেড়েছে ৪ উইকেটে ২৪৮ রান নিয়ে। দিবারাত্রির টেস্টে সবচেয়ে সফল ও অভিজ্ঞতম দল অস্ট্রেলিয়া। পার্থে ট্রান্স-তাসমান প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সপ্তম টেস্ট খেলতে নেমেছে অসিরা শতভাগ জয়ের রেকর্ড নিয়ে। নিশ্চিতভাবেই গোলাপি বলে আত্মবিশ্বাসটা তুঙ্গে তাদের। আর কিউইরা মাত্র ২ টেস্ট খেলেছে, চরম প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে মাত্র ৩ উইকেটের হার দেখলেও অকল্যান্ডে তারা গত বছর ইংল্যান্ডকে ইনিংস ও ৪৯ রানে হারিয়েছে। এবার অসিদের বিপক্ষে ফ্লাড লাইটের আলোয় মুখোমুখি হয়েছে তারা পার্থে। বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচটিতে টস জিতেই স্বাগতিক অসিরা ব্যাটিংয়ে নামে। কিন্তু শুরুটা তেমন ভাল হয়নি তাদের। ৪০ রানেই ভেঙ্গেছে উদ্বোধনী জুটি, জো বার্নস ৯ রানেই সাজঘরে ফিরেছেন কলিন ডি গ্র্যান্ডহোমের বলে এলবিডব্লিউ হয়ে। দ্বিতীয় উইকেটেও মাত্র ৩৫ রান যোগ হয়েছে। এবার নিল ওয়েগনারের শিকার ওয়ার্নার। দিবারাত্রির টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৩৫ রানের অপরাজিত ইনিংস মাত্র কয়েকদিন আগেই খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। এবার ৭৪ বলে ৪ চারে ৪৩ রান করতেই আউট হয়ে গেছেন। ৭৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলার কিছু পরেই লাঞ্চ বিরতিতে যায় অসিরা। কিউই পেসারদের শুরুর সাফল্যটাকে দ্বিতীয় সেশনে ম্লান করে দিয়েছেন লাবুশানে ও স্মিথ। দু’জন মিলে চা বিরতি পর্যন্ত নির্বিঘেœই ব্যাট চালিয়েছেন। চা বিরতি পর্যন্ত ২ ঘণ্টায় তারা ৮৪ রান যোগ করেন আরও। লাবুশানে পেয়ে যান ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। এই জুটি কিউইদের হতাশায় ডুবিয়েছে চা বিরতির পর আরও এক ঘণ্টার বেশি সময়। শেষ পর্যন্ত ওয়েগনার তার দ্বিতীয় আঘাত হেনে ১৩২ রানের বিশাল জুটি ভেঙ্গেছেন। দীর্ঘক্ষণ ধৈর্যের সঙ্গে ক্রিজে থেকে স্মিথ ১৬৪ বলে মাত্র ৪ চারে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর ম্যাথু ওয়েডও ফিরে গেছেন দ্রুত (১২)। কিন্তু ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন লাবুশানে। ট্রাভিস হেডকে নিয়ে দিনের খেলা শেষ করেই ফিরেছেন তিনি। ২০২ বলে ১৪ চার, ১ ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন লাবুশানে। হেড তাকে সঙ্গ দিচ্ছেন ২০ রান নিয়ে। ৪ উইকেটে ২৪৮ রান তুলেছে অসিরা। কিউইদের পক্ষে ২টি উইকেট ওয়েগনার এবং ১টি করে টিম সাউদি ও গ্র্যান্ডহোম নিয়েছেন। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ২৪৮/৪; ৯০ ওভার (লাবুশানে ১১০*, ওয়ার্নার ৪৩, স্মিথ ৪৩, হেড ২০*; ওয়েগনার ২/৫২, গ্র্যান্ডহোম ১/২৪, সাউদি ১/৫৩)। *প্রথমদিন শেষে।
×