ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ জয় জুভেন্টাসের, শঙ্কা কাটিয়ে শেষ ষোলোতে এ্যাটলেটিকো

জেসুসের রেকর্ড হ্যাটট্রিকে সিটির জয়

প্রকাশিত: ১২:০৮, ১৩ ডিসেম্বর ২০১৯

জেসুসের রেকর্ড হ্যাটট্রিকে সিটির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের হ্যাটট্রিকে ভর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে জয় দিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়েও স্বাগতিক ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। দলটির হয়ে অপর গোলদাতা ইংলিশ মিডফিল্ডার ফিলিপ ফোডেন। হ্যাটট্রিক করার মধ্য দিয়ে নেইমারকে টপকে দারুণ এক রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী জেসুস। গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেনের শাখতার ডোনেস্ককে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। পুরো ম্যাচে দারুণ খেলা জেসুস প্রথমার্ধে একটি এবং বিরতির পর দুই গোল করেন। এর ফলে চ্যাম্পিয়ন্স লীগে কমপক্ষে ১০ গোল করা সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান এখন জেসুস। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙ্গেছেন নেইমারের রেকর্ড। ২৩ বছর ৭৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন পিএসজি তারকা। জেসুস তাকে টপকে গেছেন ২২ বছর ২৫২ দিন বয়সে। গত শনিবার ম্যানচেস্টার ডার্বিতে খেলা একাদশের তিনজনকে রেখে এই ম্যাচে একাদশ সাজান সিটি কোচ পেপ গার্ডিওলা। মূল খেলোয়াড়দের ছাড়া দলটি বল দখলে আধিপত্য করলেও প্রথমার্ধে আক্রমণে খুব একটা সুবিধে করতে পারেনি। ম্যাচের ১০ম মিনিটে ওলমে কারভাজালের গোলে এগিয়েও গিয়েছিল স্বাগতিক ডায়নামো। এরপরই অবশ্য জেসুসের সৌজন্যে ঘুরে দাঁড়ায় অতিথিরা। হ্যাটট্রিক করার পথে তিনি গোলগুলো করেন ম্যাচের ৩৪, ৫০ ও ৫৪ মিনিটে। ‘ডি’ গ্রুপে ড্র দিয়ে মিশন শুরু করলেও পরের পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে জুভেন্টাস। এবার জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে গ্রুপপর্বের মিশন শেষ করেছে তুরিনের ওল্ড লেডিরা। আরেক ম্যাচে রাশিয়ার লোকোমোটিভ মস্কোকে একই ব্যবধানে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে অপরাজিত থাকা জুভেন্টাসের পয়েন্ট সর্বোচ্চ ১৬। গ্রুপ রানার্সআপ এ্যাটলেটিকোর পয়েন্ট ১০। ইতালিয়ান সিরি’এ লীগে ল্যাজিও’র মাঠে ৩-১ গোলে হারা জুভেন্টাস এ ম্যাচেও শুরুতে সুবিধা করতে পারেনি। বিরতির পর প্রথম দশ মিনিটে বেশ কয়েকটি ভাল আক্রমণ করে অতিথিরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গতে পারেনি তারা। অবশেষে ৭৫তম মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। বদলি নামা পাওলো দিবালার বাঁপ্রান্ত থেকে বাড়ান বল অনায়াসে প্লেসিং শটে জালে জড়ান রোনাল্ডো। চলতি আসরে পর্তুগীজ ফরোয়ার্ডের এটি মাত্র দ্বিতীয় গোল। তবে চ্যাম্পিয়ন্স লীগের রেকর্ড গোলদাতার মোট গোল হয়েছে ১২৮টি। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালেস হিগুয়াইন। স্বদেশী দিবালার সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সের মুখ থেকে জোরালো শটে গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এই হারে নকআউট পর্বের আশা শেষ হয়ে যাওয়া লেভারকুসেন ৬ পয়েন্ট নিয়ে শেষ করল। এখন ইউরোপা লীগে খেলবে তিনে থাকা দলটি।
×