ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে এবার চমক মুশফিক!

প্রকাশিত: ১২:০৮, ১৩ ডিসেম্বর ২০১৯

আইপিএলে এবার চমক মুশফিক!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের মার্চে পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল)। ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টের নিলামে এবার বাংলাদেশ থেকে ছিলেন ৬ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। বুধবার আইপিএলের নিলামে তাদের সঙ্গী হলেন মুশফিকুর রহিমও। আকস্মিকভাবেই আইপিএলের নিলামে এসেছে মুশফিকের নাম। অথচ নির্ধারিত সময়ে আইপিএলের নিলামে উঠতে নিবন্ধনই করেননি তিনি। আইপিএলে খেলতে ভারতীয় ও বিদেশী মিলিয়ে নাম নিবন্ধন করেছিলেন ৯৭১ জন ক্রিকেটার। জানানো হয়েছিল এই তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলো ৯ ডিসেম্বরের মধ্যে দেবে আইপিএল কর্তৃপক্ষকে। সেখান থেকেই চূড়ান্ত হবে নিলামের তালিকা। নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের সেই চূড়ান্ত তালিকাই বুধবার ৮ ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নাম নিবন্ধন করা ৯৭১ জন থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩২ জন ক্রিকেটার। এছাড়া ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে চূড়ান্ত তালিকায় ২৪ জন নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই দুই ডজন ক্রিকেটারের একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেশরিক উইলিয়ামস, অস্ট্রেলিয়ার পেসার ড্যান ক্রিস্টিয়ান, লেগ স্পিনার এ্যাডাম জাম্পা, সারের ব্যাটসম্যান উইল জ্যাকসকেও নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। নিলাম থেকে ৮ ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে সর্বোচ্চ ৭৩ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশী সর্বোচ্চ ২৯ জন। নিলামে আগে উঠবে ব্যাটসম্যানদের নাম। এরপর পর্যায়ক্রমে ডাকা হবে অলরাউন্ডার, কিপার-ব্যাটসম্যান, ফাস্ট বোলার ও স্পিনারদের। বাংলাদেশের জন্য এবার বড় চমক হতে পারেন মুশফিকুর রহিম। আইপিএলে এবার আগ্রহী ছিলেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যে কারণেই আইপিএল নিলামে নাম তুলতে নির্ধারিত সময়ে নিবন্ধন করেননি তিনি। কিন্তু নিলামের নিবন্ধনের তারিখ পেরিয়ে যাওয়ার পর বিসিবির সঙ্গে যোগাযোগ করে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি। তারা অনুরোধ করে মুশফিক যেন নিবন্ধন করেন। সময় পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের আরও দু’জন ক্রিকেটার সাইফউদ্দিন ও সাব্বির রহমানের জন্যও আইপিএল নিলামে নিবন্ধনের অনুরোধ আসে ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে। কিন্তু ইনজুরির কারণে সাইফউদ্দিন অনেকদিন ধরেই খেলার বাইরে। অন্যদিকে দীর্ঘদিন ধরেই নিষ্প্রভ সাব্বিরের ব্যাট। যে কারণে চূড়ান্ত তালিকায় আর থাকেনি সাইফ-সাব্বিরের নাম। মুশফিকুর রহিমের প্রতি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী কেন? এর পেছনে কারণও রয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। পারফর্মেন্সেও দারুণ ধারাবাহিক। সর্বশেষ ভারত সফরেও তার পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। দিল্লীতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়। টেস্ট সিরিজে দলের ভরাডুবির মধ্যেও লড়াই করেছিলেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার বিপিএলের মিশনও শুরু করে দিয়েছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিপিএল শুরুর আগেও ছন্দ ধরে রাখার ঘোষণা দিয়ে মিশন শুরু করেন তিনি।
×