ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের পর প্রথম ম্যাচ মাশরাফির

প্রকাশিত: ১২:০৬, ১৩ ডিসেম্বর ২০১৯

বিশ্বকাপের পর প্রথম ম্যাচ মাশরাফির

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট খেলেননি ২০০৯ সালের পর, প্রথম শ্রেণীর ক্রিকেটেও সর্বশেষ দেখা গেছে গত বছর। আর আন্তর্জাতিক টি২০ থেকে অবসরে গেছেন ২০১৭ সালেই। এ বছর জুলাইয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষে তাই ক্রিকেট থেকে বাইরে ছিলেন দীর্ঘদিন। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে গত ৫ জুলাই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের পর বৃহস্পতিবার যখন পুনরায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন, ততদিনে পেরিয়ে গেছে ১৫৯ দিন। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুরু থেকে খেলার জন্য অনুশীলনে অনেক পরিশ্রম করতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। প্রত্যাবর্তনের ম্যাচে ঢাকা প্লাটুনের অধিনায়ক হয়েই ফিরেছেন। তবে তেমন ভাল হয়নি ফেরাটা। ব্যাট হাতে ১০ বলে অপরাজিত ১৮ রানের কার্যকর ইনিংস খেলেছেন ঠিকই, কিন্তু বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। দলও হেরে গেছে রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচশেষে তাই মাশরাফিও দাবি করলেন দীর্ঘ বিরতির পর ফিরে এখনও কিছুটা অস্বস্তি কাজ করছে তার মধ্যে। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ৪ বার শিরোপা জয় করেছেন অধিনায়ক হিসেবে। এর মধ্যে ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে ২ বার, কুমিল্লা ও রংপুরের হয়ে ১ বার করে শিরোপা হাতে তুলেছেন তিনি। বহুজাতিক আসরে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক ট্রফিটাও তার নেতৃত্বেই এসেছে। তাই এবার ঢাকা প্লাটুন তাকেই অধিনায়কের দায়িত্ব দিয়েছে। হাল্কা ইনজুরির সঙ্গে ফিটনেস সমস্যা থাকার কারণে সংশয় ছিল প্রথম ম্যাচ থেকেই খেলা নিয়ে। তবে বৃহস্পতিবার ঢাকার প্রথম ম্যাচেই তিনি নেমেছেন। গত বিশ্বকাপের পর প্রথম কোন ম্যাচ খেলতে নেমে টস হেরেছেন, ম্যাচও। আগে ব্যাটিংয়ে নেমে দল বিপর্যয়ে পড়লে ১০ নম্বরে নেমে ১০ বলে ২ ছক্কায় ১৮ রানের হার না মানা ইনিংস উপহার দেন। তবে মাশরাফির বোলিংয়ের দিকেই নজর ছিল সবার। সর্বশেষ বিশ্বকাপে একেবারেই বাজে বোরিং পারফর্মেন্স ছিল তার। ৮ ম্যাচে ১ উইকেট নিতে পেরেছিলেন এবং বেশ খরুচে ছিলেন। এ কারণে চরমভাবে সমালোচিত হন। ফুরিয়ে গেছেন এমন দাবি করে অবসর নিয়ে ফেলা উচিত তার এমন মন্তব্যও করেন অনেকে। কিন্তু দমে যাননি মাশরাফি, বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফরেও অধিনায়ক ছিলেন। তবে ইনজুরির কারণে আর যাওয়া হয়নি শ্রীলঙ্কায়। অবশেষে বল হাতে বৃহস্পতিবার পুরনো মিতব্যয়ী রূপে মাশরাফিকে দেখা গেছে। প্রথম ওভারে মাত্র ৪ রান দেন, চতুর্থ ওভারে ফিরে দেন এক বাউন্ডারিসহ ৬ রান। পরে দ্বাদশ ওভারে গিয়ে ১ বাউন্ডারিতে খরচা করেন ৮ রান। সবমিলিয়ে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থেকে শেষ করেন মাশরাফি। ১৫৯ দিন পর ফিরে মাশরাফি নিজে এখনও অস্বস্তি বোধ করছেন।
×