ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ

প্রকাশিত: ১১:১৭, ১৩ ডিসেম্বর ২০১৯

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১২ ডিসেম্বর ॥ পার্বত্যাঞ্চলে সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি ও খুনাখুনীর ঘটনা এখানকার জনজীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এলাকার আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিনিয়ত খুন হচ্ছে। সন্ত্রাসীরা দলগতভাবে সংঘাত-সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে জনজীবন ও সম্পদের হানি ঘটছে। ফলে সন্ত্রাসীরা পাহাড়ের সার্বিক পরিবেশ ঘোলাটে করে তুলছে। তাদের আধিপত্য বিস্তারের অংশ হিসেবে নিপীড়নের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ ক্ষেত্রে পাহাড়ী-বাঙালী কেউ সন্ত্রাসীদের নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না। তাই পার্বত্য চুক্তির কাক্সিক্ষত সুফল পাচ্ছে না পার্বত্যবাসী। পাহাড়ের চারটি সশস্ত্র সংগঠন এখন হানাহানিতে লিপ্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভার সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত সকল মানুষের স্বার্থ রক্ষায় নবগঠিত সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত বাঙালীর সকল সংগঠনের কার্যক্রম বিলুপ্ত করে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর কবির, সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, পারভেজ তালুকদার, মোহাম্মদ সোলায়মান, মোঃ শাহজাহান আলম, মোঃ সাব্বির আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে নবগঠিত সংগঠনকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রতিপক্ষের আঘাতে নিহত ১, আহত ২ এদিকে জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় মংবাচিং মারমা (৩৫) একজন নিহত হয়েছে। উচিং মারমা (৩০) ও কেথোয়াই মারমা (৪০) দুইজন গুরুতর আহত হয়েছে।
×