ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনা নাগরিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ॥ চিকিৎসক

প্রকাশিত: ১১:১৫, ১৩ ডিসেম্বর ২০১৯

চীনা নাগরিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ॥ চিকিৎসক

স্টাফ রিপোর্টার ॥ চীনা নাগরিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। তার বাসায়ই তাকে হত্যা করা হয়েছে বলে সার্বিক পর্যালোচনায় অনেকটাই নিশ্চিত হয়েছে পুলিশ। নিহত চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহের কাজ করতেন। ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার রাতে নিহত চীনা নাগরিকের সুরতহাল সম্পন্ন হয়। তাকে শ্বাসরোধে হত্যা করার আলামত মিলেছে। এদিকে নিহত চীনা নাগরিকের স্ত্রী স্বামীর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। এদিকে চীনা নাগরিককে হত্যার পর লাশ মাটিচাপা দেয়ার বহুল আলোচিত ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় নিহতের এক চীনা বন্ধু বাদী হয়েঅজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। হত্যাকা-ের ঘটনায় গাড়িরচালক, নিরাপত্তারক্ষীসহ ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সে সব ফুটেজের পর্যালোচনা চলছে। গত ১১ ডিসেম্বর বুধবার বেলা এগারোটার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর নয় তলা বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে জে জিয়াং ফিকে (৪৭) নামের ওই চীনা নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাড়িটির সাত তলার বি নম্বর ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় তার এক ছেলে ও এক মেয়েসহ স্ত্রী চীনে ছিল। তিনি নিজেও চীনে ছিলেন। গত ২৩ অক্টোবর ওই চীনা নাগরিক ঢাকায় ফেরেন। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে হত্যকা-ের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ওই চীনা নাগরিক ঘটনার একদিন আগে অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাসায় ফেরেন। পরদিন বেলা এগারোটার দিকে তার লাশ তারই বাসার পেছনে পাওয়া যায়। তাড়াহুড়া করে হত্যার পর লাশ মাটিচাপা দেয়ার কারণে তার পা ও চুল মাটির উপরে ছিল। এ ঘটনায় ড্রাইভার, সিকিউরিটি গার্ডসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বনানী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আসাদুজ্জামান জনকণ্ঠকে জানান, প্রাথমিকভাবে সার্বিক বিষয় পর্যালোচনা করে ধারণা হচ্ছে, চীনা নাগরিককে তার বাসার ভেতরেই হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ মঙ্গলবার বাসায় প্রবেশের পর আর বের হওয়ার কোন তথ্য মেলেনি। ব্যবসায়ী দ্বন্দ্বে হত্যাকা-টি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার রাতেই নিহত চীনা নাগরিকের পোস্টমর্টেম সম্পন্ন করেছি। পোস্টমর্টেমে চীনা নাগরিককে শ্বাসরোধে হত্যার করার আলামত মিলেছে। লাশ থেকে ভিসেরার আলামত সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত আলামত পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সুনিশ্চিতভাবে জানা যাবে, চীনা নাগরিককে কিভাবে হত্যা করা হয়েছে। এদিকে হত্যাকা-ের ঘটনায় অজ্ঞাত খুনীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন নিহত চীনা নাগরিকের এক চীনা বন্ধু। জাং শান-হং বুধবার রাতেই মামলাটি দায়ের করেন। মামলার বাদী ঢাকার উত্তরায় থাকেন। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।
×