ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১১:০৭, ১৩ ডিসেম্বর ২০১৯

ঝলক

শিম্পাঞ্জী যখন ধোপা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকুইং লেহে লেদু থিম পার্কে ইউহুই নামে ১৮ বছরের এক পুরুষ শিম্পাঞ্জী হঠাৎই চিড়িয়াখানা কর্মীকে দেখে জামা-কাপড় কাচতে শুরু করে দেয়। চিড়িয়াখানা কর্মী রীতিমতো বিষয়টি দেখে অবাক হয়ে যান। তাকে একটি সাদা টি-শার্ট কাচতে দেখে ওই ঘটনা ক্যামেরাবন্দী করেন তিনি। ইউহুইকে দেখাশোনার কাজে নিযুক্ত চিড়িয়াখানার কর্মী জু সংবাদমাধ্যমকে বলেছেন, বেসিনে তিনি যখন জামাকাপড় কাচেন, তখন খুব মনোযোগ সহকারে তা লক্ষ্য করে ওই শিম্পাঞ্জী। এজন্য তিনি ওই শিম্পাঞ্জীর খাঁচায় একটি টি-শার্ট, সাবান ও ব্রাশ রেখে আসেন। উদ্দেশ্য ছিল শিম্পাঞ্জীটি কী করে তা দেখা। জু বলেছেন, শিম্পাঞ্জীটিকে কোনকিছু শেখানোর উদ্দেশ্য তার ছিল না। ওকে আমার কাপড় কাচার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভাবছিলাম ও কি নিজে থেকে এই কাজ করতে পারবে। শিম্পাঞ্জীর জামা-কাপড় কাচার এই ভিডিও অনলাইনে প্রচুর শেয়ার হয়। ভিডিওতে শিম্পাঞ্জীটিকে ব্রাশে সাবান মাখিয়ে টি-শার্ট পরিষ্কার করতে দেখা গেছে। তাকে টি-শার্টটি নিঙড়াতেও দেখা যায়। ওই ভিডিও দেখে অনেকেই খুব অবাক হয়ে যান। এখন পর্যন্ত চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক সাড়া পড়েছে। -ইন্ডিয়া টাইমস হেলমেট পরে ফ্রি পেঁয়াজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে পেঁয়াজকে এবার ট্রাফিক সচেতনতা মেনে চলার উপায় হিসেবে ব্যবহার করেছে একটি সংস্থা। পথনিরাপত্তায় হেলমেট অপরিহার্য। তবে সেটাই অনেকে মানেন না। তাই যারা রবিবার হেলমেট পরে বাইক চালালেন তাদের হাতে তুলে দেয়া হলো এক কেজির পেঁয়াজ প্যাকেট। এমন অভিনব উদ্যোগে পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোডের পল্লীমঙ্গল সমিতির। মাদিগন্ডার বাজারে হেলমেট পরেই এক কেজি পেঁয়াজ পেয়ে খুশি অনেকেই। অনেকে তাদের সামান্য ভুলে পেঁয়াজ হাতছাড়া হওয়ায় আফসোস করছিলেন। পল্লীমঙ্গল সমিতির সদস্যরা সকাল থেকে দুপুর পর্যন্ত পাল্লারোডে হেলমেট পরে যাওয়া বাইকচালকদের ১ কেজি করে পেঁয়াজ উপহার দেন। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নিয়ে সরকারী-বেসরকারীভাবে এত প্রচার সত্ত্বেও বহুলোক হেলমেট ছাড়াই বাইক চালান। জানা গেছে, সেদিন মাত্র ৩২ বাইকচালক হেলমেট পরার জন্য পেঁয়াজ উপহার পান। ওই রাস্তায় দুই শ’র বেশি বাইকচালক বিনা হেলমেটে রাস্তা পার হওয়ায় আফসোস করছেন। সুমন দাস নামে এক যুবক বলেন, হেলমেট পরে এত দামী উপহার পেলাম, ভাবতেও পারছি না। বিষয়টি সবাইকে জানাব। হেলমেট না পরে যাওয়া এক বাইক আরোহী দীপঙ্কর রায় বলেন, আমাদের মতো হেলমেটহীন বাইক আরোহীরা সচেতন হলাম। অভিনব উদ্যোগ। আফসোসও হলো পেঁয়াজ না পেয়ে। উদ্যোক্তাদের পক্ষে সন্দীপন সরকার বলেন, হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে পেঁয়াজ না পেয়ে কপাল চাপড়াচ্ছেন কেউ কেউ। তবে হেলমেট না পরলে আপনার জীবনের জন্য আপনার পরিবারকে কপাল চাপড়াতে হবে। তাই পেঁয়াজের জন্য নয়, নিজের জীবনের গ্যারান্টির জন্য দয়া করে হেলমেটটা পরুন। -এনডিটিভি
×