ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৯:৩৫, ১৩ ডিসেম্বর ২০১৯

কবিতা

স্মৃতি ছায়া সোহেল মাজহার শুধু স্মৃতি... সেই রেশ কোনোকালে মুছে যাবার নয়, পুরোনো ডাকঘরের পাশে পরিত্যাক্ত ঘড়ির কাটার ধাতব ধ্বনি, ¯œায়ুর মুহুর্ত ছড়িয়ে পড়বেনা লোকালয়ে-লোকালয়ে, তবু মানুষের হাড়ের ভিতর অজ¯্র কোলাহলের ক্রন্দন আজও জেগে থাকে। কি ভাবে নিস্কৃতি পাবে বলো, হারিকেনের নিভু আলো দমকা বাতাসে নিভে গেলে হঠাৎ চন্দ্রাহত নারী ফুলের আবেশে মুর্ছা যাওয়ার পর কার ছায়া দেখে কেঁপে ওঠে? উত্তরে বলেছিলে ভূতগ্রস্ত, শুধু স্মৃতি... কোষে জেগে আছে শংকা-আকুলতার ধ্বনি, বিনীত প্রার্থনা, সংযমের ভারে সংবেদনশীল, নুয়ে পড়ে ফুলের শাখা। ** ঠাণ্ডা অভিনয় তানিয়া হাসান বালিশের নিচে দেশলাই রেখে কাঠি খুঁজি ভাবি সাহেবার বারান্দায়, গোসলঘরে গরম জল ঠা-া ঠা-া অভিনয়! প্রাতপ্রার্থনায় চন্দ্রমুখীর লাল শাল চাইলে খুব বেশি পাপ হবে না... তবু আপেল চাইতে পেয়ারার ডালে পা দুলিয়ে কাঠবিড়ালের নখ কাটি, হুলো বিড়ালের সাথে বন্ধুত্বটা না জমার ব্যথায়। ডগিটা বলেছিলো সে মরিচের কাঙ্গাল ডগি এখন ঝাল পছন্দ করে না শিয়ালটা কিন্তু রাগ ভাঙাতে অদক্ষ তার পরও সব অভিমান চশমার ফ্রেমে, আকাশকে এড়িয়ে একটু নীল দিয়েছিলো টুনটুনি বাগান নিয়েছিলো নিজ পায়ের উপরেই দাঁড়িয়ে। আতুরে শিশুর ঘুমের ঘোরে কান্নাহাসি খেলার পবিত্র ঘ্রাণ কাকের নাকে পৌঁছায় না তবু ঘোর বাসা বাঁধে ঝাঁকড়া চুলে সোয়েটারহীন মাঘের সকালে, গেস্ট বার্ডের বাস সমুদ্রের ওপারে সে কথা মোটেও ভুলে যাওয়া যাবে না... ** এক কাপ কফি চাই আর সুপ্রসাদ গোস্বামী বিশ^ ব্রম্মান্ড প্রবেশ করে আমার চিলে কোঠায় পাহাড়, পর্বত আর নির্মিত সব স্থাপত্য গুলো অদৃশ্য হয়ে যায়। রাস পূর্ণিমার রাত জাপ্টে ধরে উষ্ণ আলিঙ্গনে আপতিক সুনামিতে ভাসে উপকূলীয় স্থাপত্য সামুদ্রিক গর্জন ভেসে আসে ঝড়ো হাওয়ায়। আসন্ন জন্ম জয়ন্তীর আগেই আমি পৌঁছে যাব পৃথিবীর শেষ সীমানায়। স্খলিত বীর্যের মত উপচে পড়া চাঁদের আলোয় আমি স্থান সেড়ে নেই। এক কাপ গরম কফি চাই আর, উচ্ছ্রিত মেঢ্রের মত একটি হাভানা চুরুট। আমাকে রাজধানীতে যেতে হবে ভিসার ইন্টারভিউ দিতে। ** অন্ধবাউলের দীক্ষা শেলী সেনগুপ্তা কোন এক সন্ধ্যা অচিরেই পৌঁছে গেছে দৃষ্টিহীন বাউলের চোখে, যার হাত চোখ হয়ে বলে যাচ্ছে কত কথা বুকের ভেতর কেঁপে ওঠা, কথাগুলো ডানা পেলো ওড়ার আকাশ খুঁজতেই বজ্রকন্ঠে গর্জে উঠলো নিশানাধারী, ‘স্বাধীনতা শুধু আমাদের হৃদপিন্ডে লিখে রাখা একক দলিল অন্ধ বাউলের অঙ্গুলি নির্দেশিত মানচিত্রের মতো সত্য! ** ব্যর্থতা আয়শা রুনা ক্রমশ ব্যর্থতায় গলে যায় জীবনের রং... এ কেমন করুণায় বেঁচে আছি? ঝরে যাওয়া শেফালির মতো... প্রেমহীন রুগ্ন সন্ধ্যার গ্রীবা ছুঁয়ে... জেগে ওঠে শূন্যতা তারপর ধীরে ধীরে তলিয়ে যায়... রমণীর শিশির-স্বপ্ন রাত যেন দেহ থেকে প্রাণের বিয়োগ!
×