ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৯:২৪, ১৩ ডিসেম্বর ২০১৯

ফ্যাশন সংবাদ

সুহৃদ শীত উপলক্ষে সুহৃদ তারুণ্য নির্ভর ও স্টাইলিস্ট নাতিশীতোষ্ণ পাঞ্জাবি এনেছে। শীত উৎসবে সুহৃদ আরামদায়ক সুতি কাপড়ের পাঞ্জাবি এনেছে। সুহৃদ বেশ কিছু জ্যামিতিক মোটিফের শীতের পোশাক বাজারে এনেছে। এ ছাড়াও বিভিন্ন উপাদান ব্যবহার করে পাঞ্জাবিতে দেয়া হয়েছে উৎসবের ছোঁয়া। হট লাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪ র নেশন শুধুমাত্র পুরুষের ফ্যাশন নিয়ে কাজ করা ব্র্যান্ডগুলোর মধ্যে ‘র নেশন’ অন্যতম। ক্রেতাদের চাহিদা পূরণে ব্র্যান্ডটির নতুন শাখার উদ্বোধন করা হলো মিরপুর (জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটের উল্টো দিকে)। গত শুক্রবার কেক কেটে নতুন শাখার উদ্বোধন করেন ‘র নেশন’-এর সিইও সাইফ আহমেদ রুমি, জাতীয় ক্রিকেট দলের দুই তারকা রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু, জনপ্রিয় র‌্যাম্প মডেল রাজসহ অনেক মডেলরা। নতুন শাখায় প্রথম সপ্তাহে ৫০% পর্যন্ত ছাড় রয়েছে। এখানে ছেলেদের যাতীয় পোশাক, জুতা, বেল্ট ও এক্সেসরিজ পাওয়া যায়। ‘স্যান্ডালিনা তোমার সাহসিকতাই তোমার সৌন্দর্য’ কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড স্যান্ডালিনা একটি যুগোপযোগী ক্যাম্পেন ‘স্যান্ডালিনা তোমার সাহসিকতাই তোমার সৌন্দর্য’ শুরু করছে। ক্যাম্পেন সম্পর্কে জানা যায়, ক্যাম্পেনে যারা অংশ নেবেন তাদের স্যান্ডালিনার ফেসবুক পেজে লাইক দিতে হবে এবং পাবলিকলি শেয়ার করতে হবে। এরপর প্রতিটি বিভাগ থেকে অংশ নেয়া নারীরা নিজের নাম, বিভাগের নাম, জেলার নাম, ছবি ও ফোন নম্বরসহ নিজ জীবনের সাহসিকতার গল্প লিখে শেয়ার করতে হবে স্যান্ডালিনার ফেসবুক পেজের ইনবক্সে এবং #ংধহফধষরহধনড়ষফড়িসবহ লিখে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে হবে। তারপর ক্যাম্পেনের কনটেন্টগুলোতে অবশ্যই লাইক দিতে হবে এবং পাবলিকলি শেয়ার করতে হবে। জমা হওয়া গল্প থেকে জুরি প্যানেলের মাধ্যমে সত্যতা যাচাই করে ৮টি বিভাগের ৮ জন সাহসী নারীকে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ক্যাম্পেনটি শেষ হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং এ্যান্ড সেলস) এম জিয়াউল হাফিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড) মোঃ জিয়াউর রহমান এবং এড সিক্সটি ফাইভ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বী। ফ্যাশন মেলা ‘আমরা আমরাই’-এর ব্যানারে প্রথমবারের মতো আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমাদেরই বন্ধু মহলে উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন করা হচ্ছে। খানে মোট ২০টি স্টলের ব্যবস্থা করা হয়েছে। ১৫টি স্বতন্ত্র স্টল এবং ৫টি শেয়ারিং স্টল। প্রতি স্টলের ফি ৪ হাজার ৫০০ টাকা, শেয়ারিং স্টলের ফি ২ হাজার ৫০০ টাকা। তারিখ : ১৮-২০ ডিসেম্বর (৩ দিন) সময় : সকাল ১০টা হতে রাত ৮ টা। যোগাযোগ : গ্যালারি ২৭, চতুর্থ তলা, বাড়ি-৪৩, রোড-১৬ (পুরনো-২৭)। ফোন : ০১৫৫৮০০১৫০০
×