ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাগরিকত্ব বিল রাজ্যসভায়ও পাস

প্রকাশিত: ১৩:৪৭, ১২ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব বিল রাজ্যসভায়ও পাস

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ১২৫ ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে পড়েছে ভোট ১০৫টি। রাষ্ট্রপতি সই করলেই বিলটি আইনে পরিণত হবে। খবর এনডিটিভির। বিলটি নিয়ে রাজ্যসভাতেও তুমুল বিতর্ক হয়েছে। সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ছাড়পত্র পাওয়ার পর বুধবারই উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি পেশ করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গিয়ে ভারতে শরণার্থী হওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার লক্ষ্যে আনা হয়েছে বিলটি। হিন্দু, খ্রীস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার কথা বলা আছে বিলে। বিলটিতে মুসলিমরা না থাকায় এটি সাম্প্রদায়িক বলে ব্যাপক সমালোচনা হচ্ছে।
×