ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশী ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মুশফিক

প্রকাশিত: ১১:৫৮, ১২ ডিসেম্বর ২০১৯

দেশী ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ বিদেশী ক্রিকেটাররা সবসময়ই বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) দেশী ক্রিকেটারদের চেয়ে পারিশ্রমিক বেশি পান। এ নিয়ে দেশী ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। আন্দোলনও হয়েছিল। সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ক্রিকেটাররা পেয়েছিলেনও। কিন্তু এবার সেই পার্থক্যই দেখা গেছে। আগামী আসর থেকে সব ঠিক হয়ে যাবে বলেও আশ্বাস আছে। এরপরও দেশী ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারেই ভাবনার কথা জানিয়েছেন মুশফিক। সেখানেই বিশেষ নজর দিয়েছেন। তার মতে, দেশী ক্রিকেটারদের পারিশ্রমিক ভাল হলে খেলাও ভাল হবে। আজ বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে খুলনা টাইগার্স। খুলনার অধিনায়ক মুশফিক। তিনি দলকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী। তবে সাংবাদিকদের সঙ্গে বুধবার দলের মিশন নিয়ে কথা বলার সঙ্গে দেশী ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও আলোচনা করলেন। তিনি বলেন, ‘আমরা সবসময় প্রত্যাশিত মতো পারিশ্রমিক পাই না। এবার তো অনেক তাড়াতাড়ি হয়েছে। এবার খেলাটা হচ্ছে সেটাই অনেক। আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা সেভাবে আশ্বস্ত করেছেন। আগামীবার থেকে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাব বলে আশা করি। আমরা সারা বছর খেলি। তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি যারা শুধু টি২০ খেলে। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বে সব লীগে কিন্তু লোকাল খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পান।’ সঙ্গে যোগ করেন, ‘হ্যাঁ আমরা আশ্বাস পেয়েছি। আর এটা পরের বিপিএল থেকেই হবে। এবারেরটা অনেক তাড়াতাড়ি হচ্ছে সুতরাং এটি মাঠে গড়াচ্ছে সেটিই আমাদের জন্য অনেক বড় ফ্যাক্ট। পরের বছর থেকে সব ঠিক হয়ে যাবে আশ্বাসই আমরা পেয়েছি। আর যেটা বললেন, বিদেশী প্লেয়ারদের সঙ্গে ডিফারেন্সটা যাতে কম হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন, রিভিউ করা উচিত তাদের জন্যও ভাবা উচিত কারণ টপ প্লেয়ার হয়তো ৪ জন বা ৫ জন আছেন। কিন্তু ৫০ থেকে ৬০ জন আছে যারা প্রতি বছর দারুণ পারফর্ম করে যাচ্ছে। এমনকি বিপিএলে অনেক ভাল খেলে। আমি বলি শফিউল, তাইজুল, রাহিরা ভাল খেলেছে, যারা কিনা ‘বি’ কিংবা ‘সি’তে আছে। এদের দিকটা দেখলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল হবে।’ শুধু পারিশ্রমিক নিয়ে ভাবলেই হবে না, নিজেদের কাজটাও, নৈপুণ্যটাই ঠিকঠাক করতে হবে, এই দিকেই মনোযোগ দিয়েছেন মুশফিক।
×