ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতে বিক্ষোভ

প্রকাশিত: ১১:২৪, ১২ ডিসেম্বর ২০১৯

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতে বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) ইস্যুতে বিক্ষোভ করছে ভারতের অসম ও ত্রিপুরা রাজ্যের মানুষ। যার জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার এমন তথ্যই জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। খবরে বলা হয়, যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে অসম ও ত্রিপুরা রাজ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভি, ওয়ান ইন্ডিয়া ও টাইমস অব ইন্ডিয়ার। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমান আনন্দ বলেন, ত্রিপুরার কাঞ্চনপুর ও মানু জেলায় দুই দল এবং অসমের বঙ্গাইগাঁও জেলায় এক দল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেক দলে অন্তত ৭০ জন করে সদস্য রয়েছেন। যার নেতৃত্বে রয়েছেন এক বা দু’জন অফিসার। একইসঙ্গে সেনাবাহিনীর সদর দফতর থেকেও পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া অসমের ডিব্রুগড় জেলায় পাঠানো হয়েছে পুলিশের জরুরী রেসপন্স টিমের সদস্যদের। সোমবার ভারতজুড়ে তুমুল বিতর্কের মধ্যেই লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)।
×