ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পাশে আছে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৯:৩৬, ১২ ডিসেম্বর ২০১৯

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পাশে আছে যুক্তরাজ্য

সংবাদদাতা, সাভার, ১১ ডিসেম্বর ॥ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাজ্য কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন। বুধবার দুপুরে সাভারের ডগরমোড়ায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যও বাংলাদেশের পাশে আছে। প্রায় দুই বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের যুক্তরাজ্য সহয়তা দিচ্ছে, তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাজ্য মিয়ানমারকে চাপ দিচ্ছে। ভারতের আগ্রহ প্রকাশ জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারত অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এই আগ্রহের কথা জানান। বৈঠকে ঐতিহাসিক এ আয়োজনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে কামাল আবদুল নাসের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের জনগণের আন্তরিক সম্পর্কের কথা উল্লেখ করে দু’দেশের সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -বাসস
×