ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজিজ পাইপের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৯:১৭, ১২ ডিসেম্বর ২০১৯

আজিজ পাইপের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। বুধবার কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়। কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দায় হয়েছে ১৬ টাকা ৭৪ পয়সা। এজিএম এ সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রিফাত হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবসার। এছাড়া কোম্পানির পরিচালক ও স্বতন্ত্র পরিচালকরা উপস্থিত ছিলেন। এবং কোম্পানির সিএফও, সেক্রেটারি এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার রিং শাইনের ইপিএস ৪৬ পয়সা আজ থেকে লেনদেন শুরু হতে যাওয়া রিং শাইন টেক্সটাইল লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে এই ইপিএস হয়েছে। একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। এদিকে ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৯ কোটি ৯৮ লাখ টাকা। শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা (আইপিওর আগের হিসাবে)। আগের বছর একই সময় কোম্পানির মুনাফা ছিল ১৪ কোটি ২১ লাখ টাকা এবং ইপিএস ছিল ৫০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×