ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদালতের প্রশ্নে স্তব্ধ সুচি

প্রকাশিত: ০৯:১৩, ১২ ডিসেম্বর ২০১৯

আদালতের প্রশ্নে স্তব্ধ সুচি

মিয়ানমার সরকারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচারকাজের শুরুতেই দেশটিকে নির্যাতিত গোষ্ঠীটির ওপর গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় স্তব্ধ হয়ে বসে ছিলেন মিয়ানমারের প্রতিনিধি নোবেলজয়ী নেত্রী আউং সান সুচি। মঙ্গলবার আন্তর্জাতিক আদালতের শুনানি চলাকালে একের পর এক প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন সুচি। হেগের আদালতে এ দিন আফ্রিকান দেশটির করা মামলায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। -এএফপি
×