ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঞ্জাবি পরে অভিজিৎ শাড়ি পরে নোবেল নিলেন এসথার

প্রকাশিত: ০৯:১৩, ১২ ডিসেম্বর ২০১৯

পাঞ্জাবি পরে অভিজিৎ শাড়ি পরে নোবেল নিলেন এসথার

ফরাসী অর্থনীতিবিদ এসথার ডুফলো বাঙালী নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। মঙ্গলবার স্টকহোমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্লের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। এসথার ডুফলো ছাড়াও এবছরে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার স্বামী ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অভিজিত ব্যনার্জিও বাঙালী পোশাকে উপস্থিত হয়েছিলেন। তার পরনে ছিল ধুতি, পাঞ্জাবি ও কুর্তি। তবে নোবেল পুরস্কার গ্রহণের মঞ্চে শাড়ি পরার ঘটনা এই প্রথম নয়। ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর সে বছরের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে মুহাম্মদ ইউনুসের সঙ্গে যাওয়া গ্রামীণ ব্যাংকের নারী সদস্যরা শাড়ি পরে অনুষ্ঠানে গিয়ে ছিলেন। ৪৭ বছর বয়সী এসথার ডুফলো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। -বিবিসি
×