ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজার্সিতে বন্দুক হামলা, পুলিশসহ নিহত ৬

প্রকাশিত: ০৯:১৩, ১২ ডিসেম্বর ২০১৯

নিউজার্সিতে বন্দুক হামলা, পুলিশসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার সংঘটিত এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বিবিসি। দুই বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর ট্রাক চালিয়ে একটি বাজারে গিয়ে ঢোকে। মুহুর্মুহু গুলির মধ্যে পুরা এলাকায় যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকা পড়েন অনেকে। গোলাগুলির পেছনের কারণ এখনও স্পষ্ট না হলেও এটি জঙ্গী হামলার কোন ঘটনা নয় বলেই নিউ জার্সি পুলিশের ধারণা। জোসেফ সিলস নামের ৩৯ বছর বয়সী যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, তিনি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার কর্মসূচীর সঙ্গে যুক্ত ছিলেন। জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি জানান, গোলাগুলির সূচনা হয় স্থানীয় একটি কবরস্থানে বেলা ১২টার ঠিক পরপর। জোসেফ সিলস দুই বন্দুকধারীর দিকে এগিয়ে গেলে তার মাথায় গুলি করা হয়। আফগানিস্তানে হাসপাতালে আত্মঘাতী হামলা আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটির কাছে একটি নির্মাণাধীন হাসাপাতালে বুধবার শক্তিশালী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। এটিই দেশটিতে আমেরিকার প্রধান ঘাঁটি। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এপি। এক আত্মঘাতী হামলাকারী ওই হাসপাতালে হামলা চালায়। আশপাশে বসবাসরত নাগরিকদের চিকিৎসা সহায়তা দিতেই হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। তাদের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে তাদের কেউ হতাহত হয়নি এবং ঘাঁটিটির নিরাপত্তা অটুট রয়েছে। এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল বুধবার সকালে একটি মার্কিন সামরিক যান লক্ষ্য করে হামলা হয়ে থাকতে পারে। চিকিৎসক সানগিন বলেছেন যে, ঘাঁটিটির সীমানার কাছের হাসপাতালটিতে বোমা বিস্ফোরণের ফলে আগুনে ধরে যায়।
×