ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৯:০৯, ১২ ডিসেম্বর ২০১৯

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২১ কার্টন বিদেশী সিগারেট ও একটি স্বর্ণবার। বুধবার জেদ্দা থেকে আসা বিমানের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। কাস্টমস কর্মকর্তারা তাদের লাগেজে তল্লাশি চালিয়ে এ অবৈধ সামগ্রী উদ্ধার করেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট। সেখানে যাত্রীদের নিয়মিত লাগেজ তল্লাশিতে ধরা পড়ে বিপুল পরিমাণ সিগারেট। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মোঃ আরমানের লাগেজ থেকে উদ্ধার হয় ৭২ কার্টন ডানহিল ও ১৪৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট। তার মোবাইল ফোনের ব্যাটারির জায়গায় লুকায়িত অবস্থায় পাওয়া যায় ২৪ ক্যারেটের একটি স্বর্ণবার। অপর এক যাত্রীর পরিত্যক্ত লাগেজ পরীক্ষা করে পাওয়া গেছে ২০ কার্টন ডানহিল ও ৮৬ কার্টন ইজি লাইট সিগারেট। আটক যাত্রী ও উদ্ধার করা অবৈধ পণ্যের ব্যাপারে কাস্টমস এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×