ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রযুক্তিগত শিক্ষায় প্রতিবন্ধীদের স্বাবলম্বী করা যায় ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৯:০৮, ১২ ডিসেম্বর ২০১৯

প্রযুক্তিগত শিক্ষায় প্রতিবন্ধীদের স্বাবলম্বী করা যায় ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবহেলা না করে তাদের উপযুক্ত শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে তারাও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। প্রতিবন্ধীরা কারও করুণা চায় না; সবাই তাদের দিকে একটু সহায়তার হাত সম্প্রসারণ করলে তারা স্ব স্ব অবস্থান থেকে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে। প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তুলতে পারি। বুধবার ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। প্রতিবন্ধী ছাত্র সমাজ চবির উদ্যোগে সকালে ছিল এ আয়োজন। এ উপলক্ষে চবি বঙ্গবন্ধু চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপাচার্য এ শোভাযাত্রা উদ্বোধন করেন। রাতে চবির হলে হলে তল্লাশি ॥ অস্ত্র উদ্ধার চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আকস্মিক অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত ১টা থেকে শুরু করে আড়াইটা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এএফ রহমান ও আলাওল হলে এ অভিযান পরিচালনা করা হয়। আকস্মিক এ অভিযানে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে ১টি রামদা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে ৪টি রামদা, ২টি বিদেশী চাপাতি ও ৫টি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এ এফ রহমান হল থেকে ১টি রামদা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে?
×