ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৭৫ মণ জাটকা জব্দ

প্রকাশিত: ০৯:০৫, ১২ ডিসেম্বর ২০১৯

৭৫ মণ জাটকা জব্দ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১১ ডিসেম্বর ॥ ট্রাক থেকে ৭৫ মণ জাটকা ইলিশ জব্দ এবং আবুল কালাম ঘরামি ওরফে মরিচ কালামকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাতে এ দ-াদেশ দিয়েছেন। এ ছাড়া পুলিশ ট্রাকটি জব্দ করেছে। বৃত্তির চেক প্রদান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে ২৩১ শিক্ষার্থী। বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ডাঃ মুনসুর রহমান। অনুষ্ঠানে রাজশাহী জেলা ও মহানগরীর মাধ্যমিক পর্যায়ের ১২০, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৪ এবং ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ের ৮৭ শিক্ষার্থীর মাঝে মোট ৬ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, প্রতিবছরই জেলা পরিষদ শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের আরও কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। শীতবস্ত্র ও টাকা বিতরণ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১১ ডিসেম্বর ॥ ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার গরিব, দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেছেন পারভীন হক সিকদার এমপি। সংরক্ষিত মাহিলা আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার বুধবার সকালে তার নিজ এলাকা ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে টাকা, কম্বল ও মশারি বিতরণ করেছেন। ১৮ পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার চেক এবং প্রায় ৩ হাজার গরিব অসহায়দের মাঝে কম্বল ও মশারি বিতরণ করেছেন। পতাকা বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ ডিসেম্বর ॥ মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের মাঝে বিকশিত/উজীবিত করার লক্ষ্যে বিজয়ের মাস ও মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামে ও মহল্লার ঘরে ঘরে বিনামূল্যে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার শহরের জলেশ্বরীতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় কবি-সাহিত্যিক, লেখিকা ও মানবাধিকার কর্মী জুঁই জেসমিনের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
×