ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ৬১০০ লিটার চোরাই তেল উদ্ধার ॥ আটক ১

প্রকাশিত: ০৯:০৫, ১২ ডিসেম্বর ২০১৯

সিদ্ধিরগঞ্জে ৬১০০ লিটার চোরাই তেল উদ্ধার ॥ আটক ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ২৯ ড্রাম ভর্তি ৬ হাজার ১শ’ লিটার চোরাই জ্বালানি তেল (জেট ফুয়েল) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ইসমাইল ওরফে রিপন নামে এক চোরাই চক্রের সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে বার্মাস্ট্যান্ডের পদ্মা রোড ও সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল উদ্ধার করে। উদ্ধারকৃত জ্বালানি তেলের মূল্য আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা। এ সময় জব্দ করা হয় ২টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান। বুধবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রয়েছে পদ্মা ও মেঘনা ডিপো। উক্ত এলাকায় ডিপোকে কেন্দ্র করে বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ দু’টি ডিপো হতে প্রতিদিন শত শত ট্যাঙ্কলরি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এই সেন্ডিকেটের কাছে কিছু অসাধু ট্যাঙ্কলরির চালক ও হেলপার নামে মাত্র মূল্যে ট্যাঙ্কলরি থেকে চুরি করে তেল বিক্রি করছে। মাগুরায় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ ডিসেম্বর ॥ মিজানুর রহমান, রাসেল মুন্সী, আলমগীর ওরফে সান্টু, আলী হোসেন নামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাগুরা সদর থানায় এক সাংবাদ সন্মেলনে মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাগুরার বিভিন্ন গ্রাম থেকে মিজানুর রহমান, রাসেল মুন্সী, আলমগীর ওরফে সান্টু, আলী হোসেন নামে ৪ ডাকাতকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ৬টি দেশী অস্ত্র, তিনটি মোবইল ফোন এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।
×