ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিবচরে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান শিক্ষকসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৪, ১২ ডিসেম্বর ২০১৯

শিবচরে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান শিক্ষকসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ ডিসেম্বর ॥ শিবচরে ছাত্র আন্দোলনের মুখে অবশেষে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে শিবচর থানায় একটি প্রতারণার মামলা দায়ের হয়েছে। এ মামলা দায়ের করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান মাদবর। বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, আইসিটি বিষয়ক সহকারী শিক্ষক আলমগীর ম-ল ও অফিস কাম কম্পিউটার অপারেটর লালন ফকিরকে গ্রেফতার করে দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ। জানা গেছে, শিবচরের কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, আইসিটি বিষয়ক সহকারী শিক্ষক আলমগীর ম-ল ও অফিস কাম কম্পিউটার অপারেটর লালন ফকির একে অপরের যোগসাজশে চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণে ৫৩ শিক্ষর্থীর কাছ থেকে সরকার নির্ধারিত টাকার চেয়ে প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ৫শ’ টাকা আদায় করে। এভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করে ২৬ হাজার ৫শ’ টাকা বেশি নিয়েছেন বলে মামলার বাদী এজাহারে উল্লেখ করেন। আখাউড়ায় ৯ রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আখাউড়ায় নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভোরে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া উপজেলা পরিষদের সামনে একটি সিএনজিচালিত অটোরিক্সা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ শিশু ৩ নারী রয়েছে। আটককৃতরা হলো, সৈয়দ আলম, মোঃ ইউনুস, আমেনা খাতুন, মাজেদা খাতুন, সেনোরা খাতুন, জান্নাত, আজিজুর রহমান, মূয়রা বেগম ও আয়েশা বিবি। পুলিশ জানায়, আটককৃতরা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে উপজেলার গাজীর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা দিয়ে আখাউড়া রেলস্টেশনে আসার পথে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন তাদের আটক করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত রসুল আহমদ নিজামী জানান, ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফেরার পথে পুলিশ তাদের আটক করে।
×