ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টাকা নিয়ে রফা ॥ ওসির ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০৯:০৪, ১২ ডিসেম্বর ২০১৯

টাকা নিয়ে রফা ॥ ওসির ক্ষমা প্রার্থনা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১১ ডিসেম্বর ॥ মঙ্গলবার রাতে সাড়ে ১২টার দিকে ভৈরব শহর ফাঁড়ির ওসি মোঃ সেলিম ও এটিএসআই আরিফ শহরের পঞ্চবটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশ পুকুরপার এলাকার মাই¹া আলমের বাড়িতে অভিযান চালিয়ে আলম ও সুমীসহ আরও চারজনকে আটক করা হয়। আটক আলম ও সুমীকে এক লাখ টাকা দফা করে তাদের ছেড়ে দেয়। তবে ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম ৩৫ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করে। ভুলের জন্য ক্ষমা চান। জানা গেছে, মঙ্গলবার রাতে সাড়ে ১২টায় ভৈরব শহর ফাঁড়ির ওসি মোঃ সেলিম ও এটিএসআই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পঞ্চবটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশ পুকুরপার এলাকার মাই¹া আলমের বাড়িতে অভিযান চালিয়ে আলম ও সুমীসহ আরও চারজনকে আটক করে। আটককৃতদের তল্লাশি করতে ভৈরব থানা থেকে মহিলা পুলিশ এনে সুমী এবং আলমের দেহ তল্লাশি করে কোন মাদক পুলিশ পায়নি। মাদক না পেয়েও সুমী ও আলমকে ফাঁড়িতে নিয়ে যেতে চাইলে তখন আটককৃত মাদককারবারি ও পুলিশের মাঝে দর দাম চলতে থাকে। সুমী ও আলমকে ছেড়ে দেবে এবং আটককৃত চারজনকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করবে এ শর্তে ১ লাখ টাকা দফারফা হয়। এভাবে ঘণ্টাব্যাপী আলোচনার পর ইনচার্জ সেলিম তখন সুমী আর আলমকে ছেড়ে দিয়ে আটককৃত চারজনকে নিয়ে যায়। কথামতো এক লাখ টাকার মধ্যে সুমী ও আলমের কাছ থেকে রাতেই পঁয়ত্রিশ হাজার টাকা নেয়। আর বাকি পঁয়ষট্টি হাজার টাকা বুধবার দুপুরে দেয়ার কথা ছিল।
×