ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের অনেক প্রতীক্ষার সিরিজ

প্রকাশিত: ১২:২৫, ১১ ডিসেম্বর ২০১৯

পাকিস্তানের অনেক প্রতীক্ষার সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ অশেষ কৃতজ্ঞতা, বিশেষ ধন্যবাদ- লঙ্কানদের জন্য পাকিস্তানীদের প্রশংসায় এখন এমনই বিশেষণ। যে কৃতজ্ঞতার, যে ধন্যবাদের শেষ নেই। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম-বাসে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা সদস্য আট জনের মৃত্যু হয়েছিল। আহত হন অনেকে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারারা। আন্তর্জাতিক ক্রিকেটারদের ওপর প্রত্যক্ষ সন্ত্রাসী হামলার এমন ঘটনা আর কখনই ঘটেনি। তার মাশুলও দিতে হয়েছে পাকিস্তানকে। ছয় বছর তো কোন খেলাই হয়নি সেখানে। মাঝে কয়েকটি ওয়ানডে আর টি২০ অনুষ্ঠিত হলেও সেই শ্রীলঙ্কাই ওই ঘটনার পর এই প্রথম টেস্ট খেলছে পাকিস্তানে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান দুই ম্যাচের সিরিজটিকে দেখছেন তার দেশে ক্রিকেটের পুনর্জন্ম হিসেবে। ওয়াসিম খান পুনঃপুনঃ ধন্যবাদ দিয়েছেন সফরকারীদের। মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনায় কেবলই পাকিস্তানের মাটিতে টেস্ট প্রত্যাবর্তন। রাওয়ালপিন্ডিতে আজ প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল পৌনে এগারোটায়। ১৯ তারিখ থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট। জঘন্য ওই হামলার পর থেকেই নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত নিষিদ্ধ হয়ে পড়ে। পাকিস্তান দল তাদের হোম সিরিজগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমিরাতে খেলতে বাধ্য হয়। ২০১৫ সালে জিম্বাবুয়ে দল টি২০ সিরিজ খেলে পাকিস্তানের মাটিতে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে দেয়। তবে জিম্বাবুয়ে দলের সফরের চার বছর পর এবার সেই লঙ্কানরাই পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট ফেরাতে যাচ্ছে। কিছুদিন আগে তারা সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ খেলে এসেছে। ওয়ানডেতে হারলেও টি২০তে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করে তাক লাগিয়ে দিয়েছিল খর্বশক্তির শ্রীলঙ্কা। এবার তারা টেস্ট খেলতে এসেছে পূর্ণশক্তির দল নিয়ে। তার ওপর নতুন কোচ মিকি আর্থারের প্রথম এ্যাসাইনমেন্ট। যিনি সম্প্রতি পাকিস্তান ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন। সব মিলিয়ে দুই টেস্টের সিরিজ ঘিরে পাকিস্তান ক্রিকেটভক্তদের মধ্যে অন্যরকম এক আনন্দ বয়ে যাচ্ছে। দিমুথ করুণারতেœর নেতৃত্বধীন সফরকারীদের জন্য ভিভিআইপি মর্যাদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যেমনটা সাধারণত বিদেশী রাষ্ট্রপ্রধানদের জন্য নেয়া হয়ে থাকে। লঙ্কান টেস্ট অধিনায়ক বলেন, ‘২০০৯ সালের ওই ঘটনার পর খেলোয়াড়রা পাকিস্তান সফরের বিষয়ে ভীত ছিল। তবে গত দুই বছরে শ্রীলঙ্কা এবং আরও কয়েকটি দল এখানে সফর করে গেছে। আমরা পাকিস্তানের ভাল ক্রিকেট খেলতে চাই এবং আশা করছি তারা আমাদের পূর্ণ নিরাপত্তা দেবে।’ লঙ্কান দলে পরিবর্তন বলতে স্পিনার আকিলা দনাঞ্জয়া জায়গায় ডানহাতি পেসার কাসুন রাজিথা। আর হঠাৎই ডেঙ্গু জ্বরে আক্রান্ত তারকা পেসার সুরাঙ্গা লাকমলের স্থলে তরুণ আসিথা ফার্নান্দো। অন্যদিকে সদ্য অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হয়ে আসা আজহার আলির পাকিস্তান দলে আছে একাধিক পরিবর্তন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে দীর্ঘ দশ বছর পর টেস্ট দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী টপঅর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ১৯৮২-১৭ পর্যন্ত মুখোমুখি ৫৩ টেস্টে ১৯ জয়ে এগিয়ে পাকিস্তান। শ্রীলঙ্কার জয় ১৬ টেস্টে। ড্র ১৮। অবশ্য আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কান ছয় নম্বরে, পাকিরা আটে।
×