ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলে নেতৃত্বে চার দেশী, তিন বিদেশী

প্রকাশিত: ১২:২১, ১১ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলে নেতৃত্বে চার দেশী, তিন বিদেশী

স্পোর্টস রিপোর্টার ॥ আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল টি২০ প্রতিযোগিতা। এর আগে শুরুর বেশ আগেই অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কের নাম জানা গেলেও এবার সব দলের অধিনায়কের নাম জানা গেছে প্রতিযোগিতা শুরুর মাত্র ১ দিন আগে। মঙ্গলবার নিশ্চিত হয় সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালস অধিনায়কের নাম। অংশগ্রহণকারী ৭ দলের অধিনায়কত্ব কাঁধে চেপেছে ৪ দেশী ও ৩ বিদেশী ক্রিকেটারের। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের নেতৃত্বে মাশরাফি বিন মর্তুজা, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের মুশফিকুর রহীম, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদুল্লাহ রিয়াদ ও সিলেট থান্ডারের মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক হয়েছেন। আর রাজশাহী রয়্যালসের আন্দ্রে রাসেল, রংপুর রেঞ্জার্সের মোহাম্মদ নবি ও কুমিল্লা ওয়ারিয়র্সের দাসুন শানাকা পেয়েছেন নেতৃত্ব। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ৬টি আসরে তিনি সব মিলিয়ে ৩টি দলের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে ৩ বার নেতৃত্ব দিয়ে ২ বার, কুমিল্লার ফ্র্যাঞ্চাইজিকে ২ বার নেতৃত্ব দিয়ে ১ বার ও রংপুরের ফ্র্যাঞ্চাইজিকে ১ বার নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন তিনি। এই পরিসংখ্যানই বলে দেয় বিপিএলের আসরে তার চেয়ে ভাল অধিনায়ক নেই আর কেউ। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবেও সফলতম ছিলেন তিনি। তবে এবার বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মাশরাফি ‘এ+’ ক্যাটাগরিতে থাকা ৪ ক্রিকেটারের মধ্যে সবার পরে দল পেয়েছেন। আর তাকে দলে নিয়ে এখন ঢাকা প্লাটুন অধিনায়ক করেছে। তার নেতৃত্বে এবারও শিরোপা চায় ঢাকার দল। গত বিপিএলে মুশফিক অনেক পরে দল পেয়েছিলেন। কিন্তু এবার ড্রাফটের শুরুতেই তাকে দলে নেয় খুলনা টাইগার্স। জাতীয় দলের তিন ফরমেটেই দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন অভিজ্ঞ এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। নির্ভরযোগ্য এ ক্রিকেটারই এবার খুলনাকে নেতৃত্ব দেবেন। গত আসরে তিনি চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করেছিলেন। এবার সেই বিভাগের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে এসেছেন গত আসরে খুলনার হয়ে খেলা মাহমুদুল্লাহ। তিনিই নেতৃত্বে দেবেন চট্টগ্রামকে। তবে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফিটনেস পুরোপুরি ফিরে না আসায় তার খেলা হবে না বলে দু’দিন আগে জানিয়ে দিয়েছেন দলটির টিম ডিরেক্টর জালাল ইউনুস। এ দুই ম্যাচে চট্টগ্রামের নেতৃত্ব দেবেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। গত আসরে বিপিএলে প্রথমবার ইমরুল কুমিল্লাকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। প্রথমবারের মতো বিপিএলে কোন দলকে নেতৃত্ব দেবেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সিলেট থান্ডারের অধিনায়ক মনোনীত হয়েছেন। দলটিতে তার নেতৃত্বে খেলবেন দেশী-বিদেশী অনেক অভিজ্ঞতায় ভরপুর তারকারা। মোসাদ্দেক বলেন, ‘অধিনায়ক হিসেবে মনে করি আমাদের দলের জন্যও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা জেতার জন্যই নামব। জেতার চ্যালেঞ্জই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিপিএল একটা বড় টুর্নামেন্ট। এখানে যারা খেলে সবাই অভিজ্ঞ, নিজের ভূমিকা সম্পর্কে জানে। সবাই সবার দায়িত্বটা বুঝে নিলে আমার জন্য কাজ সহজ হয়ে যাবে।’ বিপিএলে দীর্ঘদিন ধরে খেলেছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। নিয়মিত পারফর্মারও এ অলরাউন্ডার। বিপিএলে পরিচিত এই মুখ দীর্ঘ অভিজ্ঞতার পুরস্কার হিসেবে এবারই প্রথম পেয়ে গেছেন নেতৃত্ব। তিনি রংপুর রেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন। এ বিষয়ে নবি বলেন, ‘ম্যানেজমেন্টকে ধন্যবাদ রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে আমার ওপর আস্থা রাখার জন্য। ইনশাআল্লাহ আমরা দ্রুতই একটি ম্যাচজয়ী সমন্বয় গড়ে তোলার জন্য সচেষ্ট হব। অধিকাংশ তরুণ মেধা বাংলাদেশের এবং আমাদের কিছু বাইরের অভিজ্ঞ খেলোয়াড় আছে। দেখা যাক, আমরা সর্বোচ্চ চেষ্টাই করব টুর্নামেন্টে সফল হতে। আমার জন্য বাংলাদেশে নতুন কিছু নয়। গত ৮/৯ বছর ধরে প্রায় প্রতি বছরই আমি এখানে খেলেছি এবং মিরপুর, চট্টগ্রাম, সিলেটসহ প্রায় সব ভেন্যুরই কন্ডিশন সম্পর্কে আমার ভালভাবে জানা আছে। সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’ কিছুদিন আগেই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার। তার নেতৃত্বে পাকিস্তান সফরে নিয়মিত ১০ ক্রিকেটারকে ছাড়াই টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতে আসে শ্রীলঙ্কা। সেটারই পুরস্কার হিসেবে এবার বিপিএলে তার কাঁধে নেতৃত্বভার দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। আর বিপিএলে কয়েকটি আসর খেলা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল অধিনায়ক হয়েছেন রাজশাহী রয়্যালসের।
×