ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

প্রকাশিত: ১১:৩৯, ১১ ডিসেম্বর ২০১৯

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে দু’টি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সন্ধ্যার পর পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকায় একই ক্যাম্পাসে স্টাইল ক্রাফট এবং ইয়ং ওয়ান্স গার্মেন্টসের শ্রমিকরা গত কিছুদিন ধরে কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা অক্টোবর ও নবেম্বর মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধের একাধিকবার আশ^াস দিয়ে তারিখ নির্ধারণ করলেও পরিশোধ করেনি। গত বৃহস্পতিবার শুধুমাত্র অক্টোবর মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ না করে পুনরায় মঙ্গলবার তা পরিশোধের আশ্বাস দিয়ে তারিখ ঘোষণা করে। এর প্রেক্ষিতে শ্রমিকরা মঙ্গলবার সকালে তাদের পাওনাদি পরিশোধের দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ এদিনও শ্রমিকদের পাওনাদি পরিশোধে অপারগতা প্রকাশ করে আগামী বৃহস্পতিবার শুধুমাত্র অক্টোবর মাসের বেতন পরিশোধের নতুন তারিখ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং তা প্রত্যাখ্যান করে।
×