ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের দাম বাড়ায়-

প্রকাশিত: ১১:৩৮, ১১ ডিসেম্বর ২০১৯

পেঁয়াজের দাম বাড়ায়-

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে সর্বস্তরে। দাম বৃদ্ধির কারণে অনেকেই পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন। তবে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে হোটেল বন্ধ রাখার খবর এবারই প্রথম জানা গেল। ভারতে পেঁয়াজের কেজি অনেক দিন আগেই সেঞ্চুরি করেছে। এবার প্রতি কেজি পেঁয়াজের দাম দেড় শ’র কাছাকাছি। পেঁয়াজের অগ্নিমূলের কারণে নোটিস দিয়ে হোটেল সাময়িকভাবে বন্ধ রেখেছে মেদিনীপুরের এক ব্যবসায়ী। হোটেল বন্ধের নোটিস দিয়ে তাতে লেখা হয়, ‘অস্বাভাবিক বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সাময়িক কিছুদিনের জন্য হোটেল বন্ধ থাকবে।’ অন্য সামগ্রীর পাশাপাশি, পেঁয়াজের দাম বৃদ্ধির ফলেই যে হোটেল মূলত বন্ধ রাখা হচ্ছে, তা জানিয়েছেন কর্তৃপক্ষ। ওই হোটেলে রয়েছেন ১০ কর্মী। আপাতত তাদের ছুটিতে থাকার নির্দেশ দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। -এনডিটিভি
×