ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুদের কখনও নির্যাতন করেনি বিএনপি ॥ ফখরুল

প্রকাশিত: ১১:৩৭, ১১ ডিসেম্বর ২০১৯

সংখ্যালঘুদের কখনও নির্যাতন করেনি বিএনপি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি কখনও সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। একই সময় জাতীয় প্রেসক্লাবে আরেক সংবাদ সম্মেলনে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অভিযোগ করেছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ্য তথ্য দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিএনপি মহাসচিব বলেন, ভারতের সংসদে বলা হয়েছে বিএনপি সরকারের আমলে নাকি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে। আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা জোর গলায় বলতে পারি, বিএনপি আমলে দেশে সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করা হয়েছে, নির্যাতন করা হয়নি। বরং সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ আমলে যত নিপীড়ন হয়েছে, তা আর কখনও হয়নি। ভারতের নাগরিকত্ব আইন এনআরসি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারতের সংসদে খুব পরিষ্কার করে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মুসলিম সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। এটা নাকি বিএনপির আমলে হয়েছে। নতুন নাগরিকত্ব বিলে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সকল অমুসলিম অধিবাসীদের নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু মুসলিমরা আবেদনের কোন সুযোগ পাবেন না। মুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে না। ফখরুল বলেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচী অনুসারে বিএনপিকে র‌্যালি করতে দেয়া হয়নি। সকাল থেকেই বিএনপি অফিসের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রক্রিয়া গ্রহণ করেছে। গার্মেন্ট শ্রমিক ও বিদেশে কর্মরত নারী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু সরকার কোন উদ্যোগ নিচ্ছে না। ফখরুল বলেন, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের কার্যালয়ের সামনে থেকে একটা র‌্যালি হওয়ার কথা ছিল। সেভাবে আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। পুলিশী বাঁধার কারণে আমরা র‌্যালিটি করতে পারলাম না। বিএনপি এই মুহূর্তে কোন সংঘাতে যেতে চায় না তাই র‌্যালি করিনি বলে মন্তব্য করে ফখরুল বলেন, আমরা আমাদের অধিকারগুলো নিয়ে কথা বলছি। এখন সভা-সমাবেশ করতেও অনুমতি নিতে হয়। এমনকি সাংগঠনিক কার্যক্রমেও অনুমতি লাগে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান প্রমুখ। খালেদার স্বাস্থ্য নিয়ে তথ্য দিচ্ছে বিএসএমএমইউ-ড্যাব বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অসত্য তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) । মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড্যাব সাধারণ সম্পাদক ডাঃ শেখ ফরহাদ বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে তিলে তিলে নিঃশেষ করে দেয়ার অপপ্রয়াসে তার স্বাস্থ্য সম্পর্কিত অসত্য সংবাদ পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, ইদানীং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে অসত্য, বিভ্রান্তিমূলক ও পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
×