ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ বসছে পদ্মা সেতুর ১৮তম স্প্যান

প্রকাশিত: ১১:২৯, ১১ ডিসেম্বর ২০১৯

আজ বসছে পদ্মা সেতুর ১৮তম স্প্যান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসানো হচ্ছে আজ বুধবার। সেতুর জাজিরা প্রান্তে ১৭-১৮ নম্বর পিয়ারের ওপর ৩-ই স্প্যানটি বসানো হবে। এই স্প্যানটি বসানো হলে সেতুর ২ হাজার ৭০০ মিটার দৃশ্যমান হবে। এর পূর্বে গত ২৬ নবেম্বর সেতুর ১৭তম স্প্যানটি ২২ ও ২৩ নং পিয়ারের ওপর সফলভাবে বসানো হয়। এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর এক দায়িত্বশীল প্রকৌশলী জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭-১৮ নম্বর পিয়ারের উদ্দেশে তিয়ান-ই ভাসমান ক্রেনে করে রওনা করবে স্প্যানটি। আবহাওয়া ঠিক থাকলে কালই পিয়ারে স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৮তম স্প্যান ৩-ই। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানো হলে সেতুর মোট ২৭০০ মিটার দৃশ্যমান হবে।
×