ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই চালকের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:৩৪, ১১ ডিসেম্বর ২০১৯

দুই চালকের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১০ ডিসেম্বর ॥ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাইসে দ্রুতগতিতে ওভারটেক করার অভিযোগে এক গাড়িচালককে দুই মাসের কারাদ- দেয়া হয়েছে। সৌদিয়া সিল্কি পরিবহনের গাড়িচালকের নাম মোঃ মোতালেব। মঙ্গলবার বেলা দুইটার দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অভিযান চালিয়ে গাড়িচালককে এই কারাদণ্ড দেন। জানা গেছে, পটিয়া বাইপাসে দ্রুতগতি ও উল্টো পথে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেড়েছে। বিষয়টি ইউএনও হাবিবুল হাসানের নজরে এলে তিনি মঙ্গলবার বেলা দুইটার দিকে পটিয়া বাইপাসে যান। ওই সময় কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া সিল্কি পরিবহনের চেয়ারকোচ রাস্তার ডিভাইডার ছেড়ে দ্রুত অন্য সাইডে যাচ্ছিল। ইউএনও হাবিবুল হাসান দেখে গাড়িটিকে সিগন্যাল দেন। শিক্ষিকা বরখাস্ত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের পশ্চিম কমিশনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে প্রকাশে মারধর করেছে অপর জুনিয়র এক শিক্ষিকা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জ্যেষ্ঠ শিক্ষিকাকে জুনিয়র এক শিক্ষিকা শিক্ষার্থী ও স্থানীয়দের সামনে মারধরের বিষয়টি নৈতিকতার অবক্ষয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তারা জুনিয়র শিক্ষিকার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা অফিস থেকে ঘটনার তদন্ত করে জেলা শিক্ষা কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়ায় মারধর করা ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
×